বিপদের বন্ধুকে কেন্দ্রের সঠিক মুল্যায়ন, বরিশাল যুবদলের সদস্য সচিব আলী হায়দার
সোহেল আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ বরিশাল নগরের বিপদের বন্ধু খ্যাত যুবদল নেতা আলী হায়দার এর মানবিকতার উপহার দিলেন কেন্দ্রীয় কমিটি। সৎ কর্মীবান্দব তরুণ নেতার প্রতি সঠিক মুল্যান করেছেন কেন্দ্রের নেতৃবৃন্দ। ফলে আলী হায়দার এখন বরিশাল সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব। সম্প্রতি কেন্দ্রের এক প্রেস বার্তায়, নতুন আহবায়ক কমিটি প্রকাশিত হয়। এতে রফিক উল ইসলাম মুকুল কে আহবায়ক ও আলী হায়দার কে সদস্য সচিব করা হয়।
যে কারনে আলী হায়দার কে সঠিক মুল্যায়নঃ করোনামহামারী প্রতিরোধে দেশজুড়ে চলছে সরকারের নানা বিধি-নিশেধ। অদৃশ্য এ শক্তির কাছে একের পর এক হেরে যাচ্ছে প্রাণ! মহামারীতে আক্রান্ত অসুস্থ্য রোগীদের সুস্থ্য করে তুলতে প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন দেশের উদীয়মান সেচ্ছাসেবীরা। দলমতের উর্ধে উঠে মাঠ পর্যায়ে মানবিক কাজে সরাসরি কাজ করে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন বরিশালের তরুণ সমাজসেবক আলী হায়দার।
বরিশাল জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আলী হায়দার মানবতার কল্যাণে বলতে গেলে একপ্রকার উজার করেই দিয়েছেন। কারণ করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে সাবেক জনপ্রিয় নেতা যুবদল সভাপতি এ্য.পারভেজ আকন বিপ্লব এর প্রতিষ্ঠিত হিউমিনিটি ভলান্টিয়ারস এর সহযোগিতায় বরিশাল নগরের বিভিন্ন প্রান্তে করোনা রোগীদের বাসায় বাসায় গিয়ে খাবার, পণ্যসামগ্রী সহ অক্সিজেন সিলেন্ডার পৌছে দিয়ে ব্যপক প্রশংসীত হন।
পারভেজ আকন বিপ্লবের আকস্মিক প্রস্থানের পরেও থেমে যায়নি করোনা যোদ্ধা আলী হায়দারের মানবিক কর্মকান্ড। মানবসেবায় হাতেখড়ি পাওয়া গুরুর মৃত্যু যেনো মানবিক কাজে আরো শক্তি বাড়িয়ে দিয়েছে। যে কারণে দিনরাত খেয়ে না খেয়ে করোনা রোগীদের পাশে অক্সিজেন সেবা দিয়ে বরিশালের মানুষের কাছে অন্যতম প্রিয়মুখ আলী হায়দার।
আলী হায়দার যে রোগ প্রতিরোধ করতে গিয়ে সেচ্ছাশ্রম দিয়ে আসছিলেন সে রোগেই সম্প্রতি তিনি আক্রান্ত হন। করোনা থেকে মুক্ত হয়ে আবার শুরু করেন অক্সিজেন সেবার কাজ। বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান এবং সাংগঠনিক সম্পাদক এড. হাফিজ আহমেদ বাবলুর সার্বিক তত্ত্ববধানে সেচ্ছাসেবী মেহেদী হাসানকে সাথে নিয়ে বরিশাল নগর ছাড়িয়ে এবার শ্বাসকষ্ট জনিত সমস্যায় আক্রান্ত করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলেন্ডার পৌছে দিচ্ছেন গ্রামে গ্রামেও।
সম্প্রতি তাঁদের অক্সিজেন সেবা পেয়ে ভিষণ উপকৃত হয়েছেন বাবুগঞ্জের চাঁদপাশা এলাকার দুই জন রোগী। একই রকম সেবা পেয়েছেন বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের মতুমাতব্বর নামের এক পরিবারের সদস্য। প্রত্যেকেই করোনা রোগে ভুগছিলেন। এসব মানবকর্ম একাধিকবার দৈনিক বরিশাল২৪.কম-এ প্রকাশিত হওয়ায় জনসাধারণ আলী হায়দারকে বিপদের বন্ধু ভাবতে শুরু করে।
জানতে চাইলে আলী হায়দার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশনায় জিয়াউর রহমান ফাউন্ডেশন,ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও মানবতার ফেরিওয়ালা, প্রয়াত বরিশাল জেলা যুবদলের সভাপতি এড. পারভেজ আকন বিপ্লব ভাইয়ের প্রতিস্ঠিত হিউমিনিটি ভলান্টিয়ারস এর সহযোগিতা নিয়ে আমরা বিপদগ্রস্থ মানুষের পাশে দাড়াচ্ছি। হায়দার বলেন, এখন আমাদের প্রকৃতির সাথে যুদ্ধ করে চলতে হচ্ছে তাই কে কোন দলের রাজনীতি করে সেটি দেখার সুযোগ নাই, যেই বিপদে পড়বে আমি ও আমার সহযোদ্ধারা পাশে আছি। বরিশাল নগর সহ জেলা উপজেলার যেখানে প্রয়োজন সাধ্যমতো অক্সিজেনসেবা পৌছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তরুণ এই করোনাযোদ্ধা।