বিভিন্ন দাবিতে ২০ মার্চ সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ শিক্ষক কর্মচারি সমিতি ফেডারেশন

নিজস্ব প্রতিবেদকঃ বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারিরা উৎসব বোনাস পায় মাত্র ২৫%। পুর্নাঙ্গ উৎসব বোনাস, পুর্নাঙ্গ বাড়ি ভারা, মেডিকেল ভাতা পুর্নাঙ্গের দাবিতে আগামি ২০ মার্চ ২০২৫ ইং তারিখ বৃহস্পতিবার সকাল ১১টায় আগরপুর রোডস্থ বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক কর্মচারি সমিতি ফেডারেশনের সংবাদ সম্মেলন।
আজ ১৬ মার্চ রবিবার সকাল ১১ টায় বাকশিস কার্যালয় বাংলাদেশ শিক্ষক কর্মচারি সমিতি ফেডারেশনের সভায় এই সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক কর্মচারি সমিতি ফেডারেশন বরিশাল বিভাগীয় আহব্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। এসময় বক্তব্য রাখেন বরিশাল শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারন সম্পাদক রেজাউল করিম, বাকশিসের যুগ্ম আহব্বায়ক অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, বাকবিশিসের নেতা অধ্যক্ষ আ,ক,ম,মিজানুর রহমান সেলিম, শিক্ষক সমিতি কামরুজ্জামান সভাপতি অধ্যক্ষ প্রনব কুমার বেপারি। সংবাদ সম্মেলনে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।