‘বিশেষ দিনে আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়’
অনলাইন নিউজ: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম কাদের বলেছেন, ডেঙ্গু নিয়ে দেশের মানুষ এখন আতংকিত।
গ্রামের বাড়িতে এসেছে তাদের নিয়েও পরিবার দু’চিন্তায় রয়েছেন। ঢাকার মানুষের পাশাপাশি গ্রামের মানুষরা ডেঙ্গু নিয়ে আতঙ্কিত। গ্রামের সহজ সরল মানুষ গুলো মশা দেখলে ভয় পায়।
সোমবার( ১২ আগষ্ট) সকাল ৯টায় লালমনিরহাট শহরের কেন্দ্রিয় ইদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সমান্য জ্বরও আসলে ধরে নিচ্ছে তাদের ডেঙ্গু ধরেছে। ঢাকার মানুষের পাশাপাশি গ্রামের মানুষ গুলোর রক্ষা করার দায়িত্ব সরকারের। সরকার কে সাহায্য করতে আমরা সব সময় প্রস্তুত রয়েছি।
জিএম কাদের আরো বলেন, ডেঙ্গু ও বন্যা বিপর্যয় হতে মুক্তি পেতে আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন বিশেষ দিনে আল্লাহ সবাইকে মাফ করে দেন।
ঈদগাহ মাঠে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা প্রশাসক আবু জাফরসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।