বিশ্বকাপের সেরা পাঁচে সাকিব-মোস্তাফিজ
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ উপভোগ করল ক্রিকেটবিশ্ব। রবিবার লর্ডসে ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনাল ম্যাচে সুপার ওভারের নাটকীয়তায় নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল স্বাগতিকরা। এর আগে তিনবার ফাইনালে উঠলেও ইংল্যান্ড শিরোপা জিততে পারেনি। চতুর্থবার ফাইনালে উঠে তারা শিরোপার দেখা পেল। অন্যদিকে, টানা দ্বিতীয়বার ফাইনালে উঠে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো নিউজিল্যান্ডকে।
এবারের বিশ্বকাপে ব্যাটিং-বোলিংয়ে যারা আলো ছড়িয়েছেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় সাকিব আছেন তৃতীয় অবস্থানে। আর সেরা উইকেটশিকারি বোলারদের মধ্যে চতুর্থ অবস্থানে আছেন মোস্তাফিজুর রহমান। এবারের বিশ্বকাপের সেরা পাঁচ ব্যাটসম্যান ও বোলারের তালিকা দেখে নেয়া যাক।
২০১৯ বিশ্বকাপের সেরা পাঁচজন ব্যাটসম্যান
সিরিয়াল | ব্যাটসম্যান | মোট রান | সেঞ্চুরি | হাফ সেঞ্চুরি |
১ | রোহিত শর্মা (ভারত) | ৬৪৮ | ৫ | ১ |
২ | ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) | ৬৪৭ | ৩ | ৩ |
৩ | সাকিব আল হাসান (বাংলাদেশ) | ৬০৬ | ২ | ৫ |
৪ | কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) | ৫৭৮ | ২ | ২ |
৫ | জো রুট (ইংল্যান্ড) | ৫৫৬ | ২ | ৩ |
২০১৯ বিশ্বকাপের সেরা পাঁচ বোলার
সিরিয়াল | বোলার | মোট উইকেট | সেরা বোলিং | ইকোনোমি রেট |
১ | মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) | ২৭ | ৫/২৬ | ৫.৪৩ |
২ | লকি ফার্গুসন (নিউজিল্যান্ড) | ২১ | ৪/৩৭ | ৪.৮৮ |
৩ | জফরা আর্চার (ইংল্যান্ড) | ২০ | ৩/২৭ | ৪.৫৭ |
৪ | মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ) | ২০ | ৫/৫৯ | ৬.৭০ |
৫ | জ্যাসপ্রীত বুমরাহ (ভারত) | ১৮ | ৪/৫৫ | ৪.৪১ |
সংবাদটি শেয়ার করুন