বিশ্বকাপ থেকে বিদায় নিলো দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ
অনলাইন নিউজ: আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিলো টুর্নামেন্টের ইতিহাসের প্রথম দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ছয় ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট থাকায়, টুর্নামেন্টে টিকে থাকতে হলে শেষের তিনটি ম্যাচই জিততে হতো ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু ভারতের বিপক্ষে সে তিন ম্যাচের প্রথমটিতেই মুখ থুবড়ে পড়ে জেসন হোল্ডারের দল।
ভারতীয়দের করা ২৬৮ রানের জবাবে তারা অলআউট হয়েছে মাত্র ১৪৩ রানে। ভারত ম্যাচটি জিতেছে ১২৫ রানের বড় ব্যবধানে।
অন্যদিকে ৬ ম্যাচ শেষে এখনও পর্যন্ত বিশ্বকাপে অপরাজিতই রইল ভারত। তাদের সংগ্রহে রয়েছে ১১ পয়েন্ট। আর মাত্র ১টি পয়েন্ট হলেই নিশ্চিত হবে সেমিফাইনালের টিকিট।
বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাট করে বিশ্বকাপে নিজেদের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে ওয়েস্ট ইন্ডিজকে ২৬৯ রানের টার্গেট দেয় হট ফেভারিট ভারত।
লোকেশ রাহুলের ৪৮, বিরাট কোহলির ৭২, ধনির ৫৬ ও পান্ডিয়ার ৪৬ রানে ২৬৮ রান তোলে ভারত।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কেমার রোচ ৩টি, কটরেল ২টি ও হোল্ডার ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ধসে পড়ে ক্যারিবিয়ান ব্যার্টিং লাইনআপ। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।
ওপেনার সুনিল অ্যামব্রিস (৪০ বলে ৩১) ও চার নম্বরে নামা নিকলাস পুরান ব্যতীত (৫০ বলে ২৮) আর কেউই মাথা তুলে দাঁড়াতে পারেননি।
হাতের কাছে থাকা লক্ষ্যে হতাশ করেছেন ক্রিস গেইল (১৯ বলে ৬), শাই হোপ (১০ বলে ৫), শিমরন হেটমায়ার (২৯ বলে ১৮), জেসন হোল্ডার (১৩ বলে ৬) ও কার্লোস ব্রাথওয়েটরা (৫ বলে ১)। শেষপর্যন্ত ১৩৪ রান তোলে তারা।
ভারতের পক্ষে বল হাতে মোহাম্মদ শামি ৪, ইয়ুজভেন্দ্র চাহাল ২, জাসপ্রিত বুমরাহ ২, হার্দিক পান্ডিয়া ১ ও কুলদ্বীপ যাদভ নিয়েছেন ১টি করে উইকেট।
এদিকে আজকের ম্যাচে মহা কীর্তি গড়ছেনন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পেছনে ফেললেন শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারাকে। তিন ফরম্যাট মিলে সবচেয়ে কম ইনিংস খেলে ২০ হাজার রান করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজর বিপক্ষে বৃহস্পতিবার নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান ভারত অধিনায়ক।