বিশ্বকাপ থেকে বিদায় নিলো দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বিশ্বকাপ থেকে বিদায় নিলো দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৮, ২০১৯ ৩:০৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

বিশ্বকাপ থেকে বিদায় নিলো দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন নিউজ: আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিলো টুর্নামেন্টের ইতিহাসের প্রথম দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ছয় ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট থাকায়, টুর্নামেন্টে টিকে থাকতে হলে শেষের তিনটি ম্যাচই জিততে হতো ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু ভারতের বিপক্ষে সে তিন ম্যাচের প্রথমটিতেই মুখ থুবড়ে পড়ে জেসন হোল্ডারের দল।

ভারতীয়দের করা ২৬৮ রানের জবাবে তারা অলআউট হয়েছে মাত্র ১৪৩ রানে। ভারত ম্যাচটি জিতেছে ১২৫ রানের বড় ব্যবধানে।

অন্যদিকে ৬ ম্যাচ শেষে এখনও পর্যন্ত বিশ্বকাপে অপরাজিতই রইল ভারত। তাদের সংগ্রহে রয়েছে ১১ পয়েন্ট। আর মাত্র ১টি পয়েন্ট হলেই নিশ্চিত হবে সেমিফাইনালের টিকিট।

বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাট করে বিশ্বকাপে নিজেদের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে ওয়েস্ট ইন্ডিজকে ২৬৯ রানের টার্গেট দেয় হট ফেভারিট ভারত।

লোকেশ রাহুলের ৪৮, বিরাট কোহলির ৭২, ধনির ৫৬ ও পান্ডিয়ার ৪৬ রানে ২৬৮ রান তোলে ভারত।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কেমার রোচ ৩টি, কটরেল ২টি ও হোল্ডার ২টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ধসে পড়ে ক্যারিবিয়ান ব্যার্টিং লাইনআপ। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।

ওপেনার সুনিল অ্যামব্রিস (৪০ বলে ৩১) ও চার নম্বরে নামা নিকলাস পুরান ব্যতীত (৫০ বলে ২৮) আর কেউই মাথা তুলে দাঁড়াতে পারেননি।

হাতের কাছে থাকা লক্ষ্যে হতাশ করেছেন ক্রিস গেইল (১৯ বলে ৬), শাই হোপ (১০ বলে ৫), শিমরন হেটমায়ার (২৯ বলে ১৮), জেসন হোল্ডার (১৩ বলে ৬) ও কার্লোস ব্রাথওয়েটরা (৫ বলে ১)। শেষপর্যন্ত ১৩৪ রান তোলে তারা।

ভারতের পক্ষে বল হাতে মোহাম্মদ শামি ৪, ইয়ুজভেন্দ্র চাহাল ২, জাসপ্রিত বুমরাহ ২, হার্দিক পান্ডিয়া ১ ও কুলদ্বীপ যাদভ নিয়েছেন ১টি করে উইকেট।

এদিকে আজকের ম্যাচে মহা কীর্তি গড়ছেনন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পেছনে ফেললেন শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারাকে। তিন ফরম্যাট মিলে সবচেয়ে কম ইনিংস খেলে ২০ হাজার রান করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজর বিপক্ষে বৃহস্পতিবার নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান ভারত অধিনায়ক।

দৈনিক বরিশাল ২৪

বিশ্বকাপ থেকে বিদায় নিলো দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

শুক্রবার, জুন ২৮, ২০১৯ ৩:০৯ পূর্বাহ্ণ

অনলাইন নিউজ: আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিলো টুর্নামেন্টের ইতিহাসের প্রথম দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ছয় ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট থাকায়, টুর্নামেন্টে টিকে থাকতে হলে শেষের তিনটি ম্যাচই জিততে হতো ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু ভারতের বিপক্ষে সে তিন ম্যাচের প্রথমটিতেই মুখ থুবড়ে পড়ে জেসন হোল্ডারের দল।

ভারতীয়দের করা ২৬৮ রানের জবাবে তারা অলআউট হয়েছে মাত্র ১৪৩ রানে। ভারত ম্যাচটি জিতেছে ১২৫ রানের বড় ব্যবধানে।

অন্যদিকে ৬ ম্যাচ শেষে এখনও পর্যন্ত বিশ্বকাপে অপরাজিতই রইল ভারত। তাদের সংগ্রহে রয়েছে ১১ পয়েন্ট। আর মাত্র ১টি পয়েন্ট হলেই নিশ্চিত হবে সেমিফাইনালের টিকিট।

বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাট করে বিশ্বকাপে নিজেদের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে ওয়েস্ট ইন্ডিজকে ২৬৯ রানের টার্গেট দেয় হট ফেভারিট ভারত।

লোকেশ রাহুলের ৪৮, বিরাট কোহলির ৭২, ধনির ৫৬ ও পান্ডিয়ার ৪৬ রানে ২৬৮ রান তোলে ভারত।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কেমার রোচ ৩টি, কটরেল ২টি ও হোল্ডার ২টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ধসে পড়ে ক্যারিবিয়ান ব্যার্টিং লাইনআপ। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।

ওপেনার সুনিল অ্যামব্রিস (৪০ বলে ৩১) ও চার নম্বরে নামা নিকলাস পুরান ব্যতীত (৫০ বলে ২৮) আর কেউই মাথা তুলে দাঁড়াতে পারেননি।

হাতের কাছে থাকা লক্ষ্যে হতাশ করেছেন ক্রিস গেইল (১৯ বলে ৬), শাই হোপ (১০ বলে ৫), শিমরন হেটমায়ার (২৯ বলে ১৮), জেসন হোল্ডার (১৩ বলে ৬) ও কার্লোস ব্রাথওয়েটরা (৫ বলে ১)। শেষপর্যন্ত ১৩৪ রান তোলে তারা।

ভারতের পক্ষে বল হাতে মোহাম্মদ শামি ৪, ইয়ুজভেন্দ্র চাহাল ২, জাসপ্রিত বুমরাহ ২, হার্দিক পান্ডিয়া ১ ও কুলদ্বীপ যাদভ নিয়েছেন ১টি করে উইকেট।

এদিকে আজকের ম্যাচে মহা কীর্তি গড়ছেনন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পেছনে ফেললেন শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারাকে। তিন ফরম্যাট মিলে সবচেয়ে কম ইনিংস খেলে ২০ হাজার রান করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজর বিপক্ষে বৃহস্পতিবার নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান ভারত অধিনায়ক।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ   দেশের ক্লান্তিকালে মানুষের পাশে তাপসের ‘‘বরিশাল ফরএভার লিভিং সোসাইটি’’