বিসিসি’র জনসংযোগ কর্মকর্তা বেলায়েত বাবলু অসুস্থ, দোয়া চেয়েছে পরিবার
নিজস্ব প্রতিবেদক: বিসিসির জনসংযোগ কর্মকর্তা মিডিয়িা ব্যক্তিত্ব বেলায়েত বাবলু অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন। গত দুই দিন যাবত অসুস্থ বেলায়েত বাবলুকে ডা: রনজিৎ খাঁ এক সপ্তাহ পুন বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন।
এর আগে ডা:রনজিৎ খাঁ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখার বাবলুকে বিশ্রামের পরামর্শ দেন । এক সময়ের প্রখ্যাত সাংবাদিক বেলায়েত বাবলুর অসুস্থার বিষয়টি পরিবার সুত্রে নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।