বৃক্ষ রোপনের মাধ্যমে ‘বরিশালের ভালো-মন্দ’ গ্রুপের ৩য় বছরে পদার্পণ
মনিরুল ইসলাম, বরিশাল অফিস: ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সোস্যাল মিডিয়ার ভুমিকা সারা দেশে প্রসংশনীয়। তথ্য-প্রযুক্তির কল্যানে মানুষ হবে উপকৃত। সেই ব্রত নিয়েই বরিশালেই প্রথম সোস্যাল মিডিয়ার অগ্রযাত্রা শুরু হয়।
সাধারন মানুষ থেকে শুরু করে যে কেউ বলতে গেলে ঘরে বসেই স্মার্ট ফোনের মাধ্যমে সরকারি বেসরকারি সকল সেবা পেয়ে উপকৃত হয়েছিলো। সরকারের ডিজিটালাইজেশন পদ্ধতি বাস্তবায়নে সোস্যাল মিডিয়ার আলো ছড়িয়ে পড়ে বরিশালের শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে।
শুধুমাত্র ফেসবুক ব্যবহার করেই যে মানুষের সেবা কিংবা সমাজের কল্যান সম্ভব সেই মহান প্রমানটি দিয়ে গেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বর্তমান সচিব, বরিশালের সাবেক জনপ্রিয় জেলা প্রশাসক ড.গাজী মো:সাইফুজ্জামান। বরিশাল সমস্যা ও সম্ভাবনা নামক একটি ফেসবুক গ্রুপ এর একলাখ মানুষের সেতুবন্ধন সৃস্টি করে শহরের নানা সমস্যা সমাধান করে ব্যাপক সুনাম অর্জন করে ছিলেন ড.সাইফুজ্জামান।
সাবেক জেলা প্রশাসক বদলি হলে ওই গ্রুপটির কার্যক্রম থমকে যায়। সৃস্টি হয় একের পর এক ফেসবুক গ্রুপ। তবে নানা নামে একাধিক গ্রুপ বরিশালে সৃষ্টি হলেও সমাজ কল্যাণে রিশালের ভালো-মন্দ ফেসবুক গ্রুপ”টি প্রথম অবস্থানে রয়েছে।
এরপরই ভয়েস অব লাখুটিয়া নামক আর একটি ফেসবুক গ্রুপও একই ভাবে সক্রিয় রয়েছে। জনকল্যাণকর এসব ফেসবুক গ্রুপের মধ্যে বরিশালের ভালো-মন্দ গ্রুপটি প্রতিষ্ঠার দুই বছর অতিক্রম করেছে। ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্রুপের আয়োজনে কাশিপুর হাইস্কুল ও কলেজ, বরিশাল -এ ফ্রি ব্লাড গ্রুপ ক্যম্প করা হয় এবং কলেজ ক্যাম্পাসে ২টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করা হয়।
ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প এর সার্বিক সহযোগিতা প্রদান করে রাহাত আনোয়ার হাসপাতাল।
অনুষ্ঠানে নগরীর ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ, অধ্যক্ষ মামুন-অর-রশিদ, দৈনিক বরিশাল ২৪.কম এর সম্পাদকমন্ডলীর সভাপতি প্রকৌশলী জিহাদ রানা, বরিশালের ভালো-মন্দ ফেসবুক গ্রুপের এডমিন নওরোজ কবীর, সুজায়াত আলী মুন্সী, রাহাত আনোয়ার হাসপাতালের কর্মকর্তা সহ শিক্ষকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।