বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল
মনিরুজ্জামান, চট্টগ্রাম (ইপিজেড) থেকেঃ সকাল থেকে এক টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল। বিভিন্ন সড়কে হাটু সমান পানি জমে গেছে। নিচু এলাকার ভবনগুলোর নিচ তলার বাসার ভেতরে পানি প্রবেশ করায় চরম দূরবেস্থায় পরেছে বাসিন্ধারা।
এছাড়াও সড়কের পাশে ছোট ছোট ব্যবসায় প্রতিষ্ঠানে পানি ঢুকে ক্ষতিগ্রস্থ হচ্ছে ব্যবসায়িরা। সড়কে বৃষ্টির পানি থাকায় সুবিধা পাচ্ছেন রিকশা চালকরা। প্রয়োজনে সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
শুক্রবার (৪ আগস্ট) সকাল ৯টা থেকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার নিউমুড়িং, তক্তারপুল, চকবাজার, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে গেছে।