বেতাগীতে মাদক সম্রাট সহিদ আটক
নিজস্ব প্রতিবেদক:বেতাগী থানার এসআই মো :জাহিদ হোসেন মিয়া গতকাল রোববার (২১ জুলাই) বিকালে কাউনিয়া বাজার এলাকা থেকে মারামারি মামলার পলাতক আসামী মো : সুমন শেখ (৩৫) কে গ্রেফতার করেন ।
এসআই মো:রাসেল মাহমুদ ফোর্স সহ গতকাল কাউনিয়া এলাকা থেকে মাদক সম্রাট মো :সহিদ হাওলাদার (৩৬) কে ০৯ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির তিন হাজার ৫শত ৩৫ টাকা সহ আটক করেন।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন।আটটি মাদকের মামলা বিচারাধীন । আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।