বেনাপোলে বিজিবির অভিযানে নয় মাসে ৪৪০কোটি টাকার মালামাল আটক
ফারুক হাসান,বেনাপোল প্রতিনিধি: মাদকদ্রব্য,অস্ত্রও বিস্ফোরক, গবাদী পশু,নারী ও শিশু পাচার,পন্য সামগ্রী চোরাচালানী বিষয়ে এক মত বিনিময় সভা অাজ সোমবার সকালে বেনাপোল সীমান্তের পুটখালী বিজিবি ক্যাম্পে অনুষ্টিত হয়েছে।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সেক্টর কর্মান্ডার কর্ণেল মোঃ অারশাদুজ্জামান খাঁন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ ইমরান উল্লাহ সরকার, ২১বিজিবির উপ-অধিনায়ক মোঃ সোহেল অাহমেদ, বেনাপোল প্রেসক্লাবের সভাপতি অালহাজ্ব মহসিন মিলন।
এসময় প্রধান অতিথি কর্ণেল মোঃ অারশাদুজ্জামান খাঁন অস্ত্র,মাদক নারী ও শিশু পাচারের ভয়াবহতা তুলে ধরে বলেন,পুটখালী সীমান্ত এক সময় চোরাচালানের স্বর্গ রাজ্যে পরিনত হয়ে ছিল। বর্তমানে বিজিবির কঠোর অবস্থানের কারনে নারী ও শিশু পাচার সহ সব ধরনের চোরাচালান প্রায় শুন্যের কোটায় চলে এসেছে।
এসময় গত নয় মাসের বিজিবির সাফল্য তুলে ধরে বলেন, গত নয় মাসে বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে সোনা ৩১কেজি, ফেন্সিডিল ২,৩৯,৪৫০ বোতল,গাঁজা ৫৩কেজি,মদ ৪৫৫০২বোতল এসময় বিভিন্ন অপরাধে ১৬৯৩জনকে অাটক করা হয়েছে। অাটককৃত মালের মুল্য প্রায় ৪৪০কোটি টাকা।