বেনাপোলে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল সহ ৫ পাচারকারী আটক
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল ও শার্শা সীমান্ত এলাকা থেকে রবিবার রাত ও সোমবার সকালে খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি’র সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১৭৬ বোতল ফেন্সিডিল ও ১৪টি ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোনসহ বিভিন্ন প্রকারের ভারতীয় মালামাল জব্দ করেছে।
এসময় বিজিবি ৫ পাচারকারীকে আটক করেছে। আটককৃতরা হলো-, (১)মোঃ মন্টু মিয়া (৪০), পিতা-মৃত ফজলে করিম (২) মোঃ শফিকুল ইসলাম (২৮), পিতা-মৃত মোজ্জামেল হক খোকন, (৩)মোঃ নূর ইসলাম (২৬), পিতা-আলাউদ্দিন,(৪) মোঃ আমিনুর রহমান (১৯), পিতা- মোঃ আছির উদ্দিন (৫) মোঃ
তারেক হোসেন (২০), পিতা- মোঃ তাজ উদ্দিন আহমেদ সকলের গ্রাম-পুটখালী থানা- বেনাপোল পোর্ট, জেলা যশোর।
অপর দিকে গোগা বিওপির একটি টহল দল রবিবার রাতে বাংলাদেশের অভ্যন্তরে ০১টি ভারতীয় গরু আটক করে। দৌলতপুর বিওপির একটি টহল দল রবিবার রাতে দৌলতপুর মাঠপাড়া নামক স্থান হতে ভারতীয় ২৯০ প্যাকেট বিভিন্ন প্রকার আতশ বাজি আটক করে।
২১বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামী ও
মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় এবং অন্যান্য মালামাল বেনাপোল কাস্টম হাউজে জমা প্রদান করা হয়েছে।