বেনাপোলে বিপুল পরিমান ডলার ও রুপি সহ এক নারী গ্রেপ্তার
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের আমড়াখালি চেকপোস্টে শনিবার রাত ৯ টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি পরিবহন বাস তল্লাশির সময় বাসে থাকা সুরাইয়া বেগম (৩৫)নামে এক মহিলার ব্যাগ থেকে ৪০ হাজার ৪শ ইউএস ডলার ও ১৩ লাখ ভারতীয় রুপি সহ তাকে আটক করেন।অাটক সুরাইয়া ঢাকা দোরতুবাগ এলাকার শাহ আলম এর স্ত্রী।
বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল থেকে একটি পরিবহন বাসে সুরাইয়া বেগম নামে এক মহিলা বিপুল পরিমাণ ইউএস ডলার ও ভারতীয় রুপি নিয়ে ঢাকা উদ্দেশ্য যাচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে গাড়িটি আমড়াখালি চেকপোস্টে থামিয়ে ঐ মহিলার ব্যাগ তল্লাশি করে ৪০ হাজার ৪ শত ইউএস ডলার ও ১৩ লাখ ভারতীয় রুপি সহ তাকে হাতেনাতে আটক করা হয়।তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্টথানার এসঅাই এহসান ঘটনার সত্যত্যা স্বীকার করে জানান অাটক অাসামীর বিরুদ্ধে মামলা হয়েছে।অাগামীকাল রবিবার সকালে যশোর জেল হাজতে পাঠানো হবে।