বেনাপোলে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক
বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬ কেজি গাঁজাসহ সাইফুল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
সোমবার (২৬ আগষ্ট) সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানাধীন স্বরবানহুদা গ্রাম থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে আটক করে। আটক সাইফুল বেনাপোল পোর্ট থানার স্বরবানহুদা গ্রামের তক্কেল মোড়লের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অালমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্বরবানহুদা গ্রামের সাইফুলের বাড়ি তল্লাশি করে বাড়ির বালির ডিপের মধ্যে থেকে তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। পরে ওই প্যাকেটে ৬ কেজি গাঁজা পাওয়া যায়। মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আসামিকে আজ সোমবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।