বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকা ও চট্রগ্রামে নিহত হওয়া শান্ত ও রাকিবের পরিবারের খোঁজ নিতে বাবুগঞ্জে আসেন জাতীয়পার্টির চেয়ারম্যনের উপদেষ্টা ইকবাল হোসেন তাপস এ সময় তারা নিহতদের কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলী প্রদান ও পরিবারের খোঁজখবর নেন। গতকাল শনিবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে তারা বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মহিষাদি গ্রামের ফয়সাল হোসেন শান্ত ও মানিককাঠি গ্রামের মোঃ রাকিবের বাড়িতে গিয়ে তাদের কবরে পুষ্পার্ঘ অর্পণ ও কবর জিয়ারত করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন নিহত ফয়সাল হোসেন শান্তর বাবা মোঃ জাকির হোসেন , রাকিব হোসেনের পিতা আলমগীর হোসেন, মহানগর জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ মহসিনুল ইসলাম হাবুল,বরিশাল জেলা জাতীয়পার্টির সদস্য সচিব আব্দুল জলিল,বরিশাল জেলা জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক আব্দুল গফুর,বরিশাল জেলা যুবসংহতির সভাপতি হেমায়েত উদ্দিন কৃষক পার্টির সদস্য সচিব গাজী আব্দুর রহমান, বরিশাল জেলা শ্রমিক পার্টির সভাপতি জাহাঙ্গীর ফকির ,বাবুগঞ্জ যুব সংহতি নেতা সাইফুল ইসলাম, মাসুম হোসেন।