বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল
নিজস্ব প্রতিবেদকঃ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে, চট্টগ্রাম ইপিজের থানা উদ্ধার টিম এর ৫ জন সদস্য একটি বোট নিয়ে নোয়াখালীতে পৌছেছে। বৃহস্পতিবার দুপুর থেকে রাত ১২ টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। ইপিজেড থানা যুবদল নেতা সমাজসেবক মোঃ ফোরকান আহমেদ এর দিকনির্দেশনায় গতোকাল বেশ কয়েকটি উদ্ধার টিম গঠন করা হয়। অনুদান সংগ্রহ সহ বিভিন্ন ভাগে যুক্ত হয়ে মাঠপর্যায়ের এসব সেচ্ছাসেবী তরুণরা বিপদগ্রস্ত নোয়াখালীর মানুষের পাশে থাকার চেষ্টা করছে।
আজ শুক্রবার আরো দুটি টিম বন্যাকবলীত এলাকায় যাওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। প্রাথমিক পর্যায়ে মোঃ সিবলু,মোঃ সোয়েব সহ ৫ সদস্য করে একাধিক টিম গঠন করে ব্যক্তিগতো উদ্যোগে এ সহযোগিতা চলমান রয়েছে।