বোয়ালখালীতে টেক্সী টেম্পুর সংঘর্ষে নিহত ১
আব্দুল করিম, চট্টগ্রাম: চট্টগ্রাম বোয়ালখালীতে টেক্সী টেম্পুর সংঘর্ষে মো. লোকমান (২৬) নামের এক যুবক নিহত হয়েছে ।
আজ (১৬আগস্ট) দুপুর ১২ টায় উপজেলার আরকান সড়কের গোমদন্ডী ফুলতল সোহাগ কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দুপুর দেড় টার দিকে তিনি মৃত্যু বরণ করেন।
টেম্পুটি আটক করা হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী । নিহত লোকমান উপজেলার পশ্চিম গোমদন্ডী মালেক মেম্বারের বাড়ীর ফেজু মিয়ার ছেলে ।
বোয়ালখালী উপজেলা হাসপাতালের উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী জানান মাথায় গুরুতর আহত লোকমানকে হাসপতালে আনা হলে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন কর্তব্য রত চিকিৎিসক ।
নিহত লোকমানের ফুফাতো ভাই সুমন জানান, গোমদন্ডী ফুলতল থেকে পটিয়া বাদামতল যাওয়ার পথে শাকপুরা থেকে আসা একটি টেম্পুর সাথে সংঘর্ষে লোকমান মাথায় গুরুতর জখম হয়। সাথে সাথে বোয়ালখালী হাসপতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরন করেন । দুপুর দেড়টার দিকে চমেক হাসপাতালে মৃত্যু বরণ করেন ।