ব্যক্তিগত অর্থায়নে হাসপাতালে ছয়শ কিট পাঠালেন এমপি মাশরাফি
অনলাইন নিউজ: নড়াইলের দুটি হাসপাতালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজার পাঠানো ডেঙ্গু শনাক্তের দুইশ কিট হস্তান্তর করা হয়েছে। শুক্রবার নড়াইল সদর হাসপাতাল এবং লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এসব কিট হস্তান্তর করেন জেলা প্রশাসক আনজুমান আরা এবং পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।
আরও চারশ কিট জেলা প্রশাসকের তত্ত্বাবধানে রয়েছে। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে রোগীদের জন্য মশারির স্ট্যান্ড সরবরাহ করা হয়।
নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা ডেঙ্গু রোগ নির্ণয়ে জেলার জনগণের পাশে দাঁড়ানোর জন্য মাশরাফিকে ধন্যবাদ জানান। তিনি কারো জ্বর অনুভূত হলে দেরি না করে সরাসরি নড়াইল সদর হাসপাতাল বা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ডেঙ্গু রোগ শনাক্ত করার জন্য অনুরোধ করেন।
জানা গেছে, মাশরাফি ব্যক্তিগত অর্থায়নে এ দুটি হাসপাতালে তিনশ করে মোট ছয়শ কিট পাঠিয়েছেন। এছাড়া রোগীদের বিশেষ প্রয়োজনে একটি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। আগামী দু’এক দিনের মধ্যে মাশরাফি নড়াইলে এসে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী যারা রক্ত দিতে ইচ্ছুক এ দুই হাসপাতালে তাদের একটি তালিকা রক্তের গ্রুপসহ টানিয়ে দেওয়া হয়েছে।
এদিকে সদর হাসপাতালর আবাসিক মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান বাবু জানান, বর্তমানে সদর হাসপাতালে ১১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।