বরিশালে জাপার কো-চেয়ারম্যানের সামনেই দুই পক্ষের সংঘর্ষ জেলা সাংগঠনিক সভা পন্ড
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে জাতীয় পার্টির জেলা সাংগঠনিক সভায় ব্যানারে কেন্দ্রীয় কমিটির দুই নেতার ছবি না থাকাকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় পন্ড হয়ে গেছে সাংগঠনিক সভা।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের কীর্তনখোলা মিলনায়তনের পার্টির কো- চেয়ারম্যান সাবেক মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার বক্তব্য শুরুর সাথে সাথেই কেন্দ্রীয় নেতা মহসিন উল ইসলাম হাবুল ও জাপা চেয়ারম্যান এর উপদেষ্টা ইকবাল হোসেন তাপসের অনুসারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে মারামারিতে রুপ নেয় বলে সূত্রে জানা গেছে।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল ৬ আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রত্না।বরিশাল জেলা জাপার সাংগঠনিক সভাটি বরিশাল সার্কিট হাউজে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে স্থান পরিবর্তন করা হয়। জানতে চাইলে জাতীয় ছাত্র সমাজ এর জেলা কমিটির আহবায়ক আশিকুর রহমান জানান, শীর্ষ নেতৃত্বের কোন্দলে আমরা বিব্রতবোধ করছি। অনাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য ছিলো না।