বরিশাল ও চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, দুর্ভোগেও সস্থি
নিজস্ব প্রতিবেদক: বরিশালে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির মধ্যে কর্মমুখী সাধারণ মানুষ ব্যস্ত হয়ে পড়েছেন। এ অবস্থা চলছে বন্দর নগরী চট্টগ্রামেও।
রোববার (০৭ জুলাই) সকাল ৯টা থেকেই নগরের দোকানপাটসহ কার্যালয়-আদালত, স্কুল-কলেজও খুলেছে। বৃষ্টির কারণে দোকানগুলোতে ক্রেতাদের তেমন ভিড় না থাকলেও শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
বৃষ্টিতে ছোট ছোট সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হলেও নগরের ভাঙা সড়কের খানাখন্দে পানি জমেছে। এতে তারা পড়েছেন দুর্ভোগে। তবে গত কয়েক সপ্তাহের ভ্যাপসা গড়মের পর এখন বৃষ্টি হওয়াতে সাধারনের মাঝে সস্থি নেমে এসছে।
আবহাওয়া অফিস সুত্র বলছে চট্টগ্রাম ও বরিশালে মৌসুমী বায়ুর প্রভাব সক্রিয় রয়েছে। এ সময়টায় মৌসুমী বায়ুর প্রভাবেই নামছে বৃষ্টি। যা আরও কয়েকদিন ধরে অব্যহত থাকতে পারে। সমুদ্র বন্দরে ৩ নম্বর ও নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত রয়েছে। বৈরি আবহাওয়ার কারণে সাগরে একটি সব ধরনের জেলেদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ প্রদান করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।