ভক্তদের সুসংবাদ দিলেন জয়া
ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন লন্ডনেই সময় কাটিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এরপর দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু যেতে হয়েছে কলকাতা।
জয়া ভক্তদের জন্য সুখবর হলো তিনটি ছবিতে অভিনয়ের বিষয় চূড়ান্ত করতেই কলকাতায় গিয়েছেন জয়া। সোমবার সকালে দেশে ফিরেছেন তিনি।
ঈদের পর ছবিগুলোর শুটিং শুরু হবে। তবে ছবিগুলোর বিষয়ে আপাতত এর বেশি কিছু জানা যায়নি।
জয়া জানিয়েছেন, নির্মাতা ও প্রযোজকদের পক্ষ থেকেই আপাতত ছবির বিষয়ে কিছু বলা যাবে না। বড় আয়োজনের মধ্য দিয়ে ছবির বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে।
এ বিষয়ে জয়া বলেন, নিষেধ থাকায় অভিনয়শিল্পী ও পরিচালকদের নাম প্রকাশ করতে পারছি না। তবে তিনটা কাজই হবে কলকাতায়।
সম্প্রতি কথাসাহিত্যিক আহমদ ছফার অলাতচক্র উপন্যাস অবলম্বনে নির্মিত বাংলাদেশি একটি ছবির কাজও শেষ করেছেন জয়া। মুক্তিযুদ্ধভিত্তিক এই উপন্যাসে তায়েবা চরিত্রে অভিনয় করেছেন তিনি।