ভাগ্যনির্ধারণী পরীক্ষায় ব্যাট করছে ভারত
স্পোর্টস নিউজ: লাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। অন্যদিকে ভারতের সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচ। মাশরাফিদের আজ পা ফসকালেই টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে যাবে। টিকে থাকতে হলে জয় অত্যাবশ্যকীয়। এমন ম্যাচে ভাগ্যনির্ধারণী পরীক্ষা অর্থাৎ টসে হেরেছেন মাশরাফি বিন মুর্তজা। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন ভারতীয় দলনায়ক বিরাট কোহলি।
নিজেদের অষ্টম ম্যাচে বার্মিংহামের এজবাস্টনে বিকাল সাড়ে ৩টায়ং শুরু হচ্ছে ম্যাচটি।
বাংলাদেশের বিরুদ্ধে দুটি পরিবর্তন নিয়ে নামছে টিম ইন্ডিয়া। কুলদ্বীপ যাদব ও কেদার যাদবকে আজ একাদশের বাইরে রেখেছেন ভারতের নির্বাচকরা। এদুজনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিক ও ভুবনেশ্বর কুমার।
বাংলাদেশও আজ একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজকে আজকের একাদশে দেখা যাবে না। দলে ডাক পেয়েছেন পেসার রুবেল হোসেন ও অলরাউন্ডার সাব্বির হোসেন।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফউদ্দীন, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
ভারত একাদশ : লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, দীনেশ কার্তিক, ঋষভ প্যান্ট, মাহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল ও জাপ্রিস বুমরাহ।