ভান্ডারিয়ায় স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় ইশতিয়াক হোসেন সজলকে সভাপতি ও সুদেব দাসকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট আগামী বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভান্ডারিয়া পৌর শাখার পূর্ণাঙ্গকমিটির অনুমোদন দেয়া হয়েছে। পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শফিউল হক মিঠু সম্প্রতি এ কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যান্যরা হচ্ছেন ইমরুল হাসান মাহফুজ, রনি কবিরাজ, সবুজ হাওলাদার, সুজিদ দত্ত, শাওন ফকির, রতন হাওলাদার, নিজাম সিকদার, সুব্রত সাহা, কৌশিক মিত্র, মাসুম বিল্লাহ রুবেল, নাসির উদ্দিন জোমাদ্দার সহ সভাপতি, মোঃ শামিম হোসেন, মোঃ ফরিদ তালুকদার, মারজুক রাসেল, বরুণ দাস মানিক, তাজুল ইসলাম হাছিব, মিরাজ তালুকদার, গোলাম রাব্বি যুগ্ম সাধারণ সম্পাদক । মুনজার রহমান মাহুল, সাইফুল খান, জামিল হাসান, অনিক বিশ্বাস, অগ্নিদেব সেন, শাওন কাজী সাংগঠনিক সম্পাদক, আসাদুজ্জামান শাওন দপ্তর সম্পাদক, অনিমেশ বিশ্বাস প্রচার সম্পাদক, উজ্জ্বল কর্মকার গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক, রবিউল ইসলাম সবুজ সাংস্কৃতিক সম্পাদক, সাব্বির ফরাজী ক্রীড়া সম্পাদক, রুবল সিকদার সমাজ কল্যাণ সম্পাদক, বেল্লাল হোসেন তথ্য ও গবেষনা সম্পাদক, সাগর বেপারী অর্থ সম্পাদক, সিফাতুল সরদার আইন বিষয়ক সম্পাদক, মোঃ রমজান পরিবেশ বিষয়ক সম্পাদক, আশিক সিকদার ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, সবুজ ব্রক্ষ্ম বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক। এছাড়া মোস্তাফিজ জুয়েল, সুমন সিংহ, ফরিদ বিশ্বাস, কাইউম আব্দুল্লাহ, পলাশ খান, জহিরুল মুন্সী, সজিব সাহা, সুজিদ দাস, সাইফুল ইসলাম, বাবু, সাগর মিত্র, ওসমান বেপারী সদস্য করা হয়েছে।