ভাবি আমার মাতৃসমতুল্য, তার পরামর্শক্রমেই পার্টি এগিয়ে যাবে: জিএম কাদের
নিজস্ব প্রতিবেদক:জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের শনিবার দুপুরে তার ভাবি ও বিরোধীদলের উপনেতা রওশন এরশাদের গুলশানের বাসবভনে যান।
সূত্র জানায়, দুপুর ২টা থেকে সাড়ে চারটা পর্যন্ত সেখানে অবস্থান করেন জিএম কাদের। তারা দুপুরের খাবারও একসাথে খেয়েছেন।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি ও যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয় রওশনের বাসায় থাকলেও দেবর-ভাবি একান্তে কথা বলেন।
এ বিষয়ে জিএম কাদেররের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভাবি (রওশন এরশাদ) আমাকে আর্শিবাদ করে দিয়েছেন।
তিনি বলেন, ভাবি আমার মাতৃসম্যতুল্য। তিনি জাতীয় পার্টিরও অভিবাবক। উনার পরামর্শক্রমেই পার্টিকে এগিয়ে নিয়ে যাবো। তিনি সংসদ ও পার্টিতে সম্মানের জায়গায় থাকবেন।