ভারতে গুণীজন সংবর্ধনা পেলেন বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক নাসরিন ইসলাম
সোহেল আহমেদঃ ভারতের পশ্চিমবঙ্গে গুণীজন সংবর্ধনা পেলেন বাংলাদেশের কবি ও বিশিষ্ট কথাসাহিত্যিক নাসরিন ইসলাম। গতোকাল ৩০ মে মঙ্গলবার নজরুল চর্চা কেন্দ্র বারাসাত পশ্চিমবঙ্গ, ভারত আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক আন্তর্জাতিক নজরুল উৎসব ২০২৩ – এ গুণীজন সন্বর্ধনা ও পুরস্কার অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ হতে একমাত্র কবি, গল্পকার ও বিশিষ্ট কথা সাহিত্যিক নাসরিন ইসলাম (আজীবন সদস্য, সফেন ফাউন্ডেশন) বাংলাদেশ কে গুনীজন সন্বর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। কবি, গল্পকার ও বিশিষ্ট কথা সাহিত্যিক নাসরিন ইসলাম হলেন সফেন ফাউন্ডেশন বাংলাদেশ এর আজীবন সদস্য। এই অনুষ্ঠানে বিধান সভার প্রাক্তন সদস্য, বিশিষ্ট লেখক, কবি, সংগঠক, সাংবাদিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক, বিশিষ্ট আবৃতিকার, গায়ক, নজরুল গবেষক সহ ৪০০ জন এর অধিক গুনীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশবরেণ্য এই কথাসাহিত্যিক বরিশালের সন্তান।