ভারত থেকে এসে পরিবারকে ফিরে পেয়ে আবেগাপ্লুত খাদিজা
অনলাইন নিউজ: ২০১২ সালে প্রতিবেশী এক ভাইয়ের মাধ্যমে ভারতে পাচার হয়েছিলেন খাদিজা খাতুন (১৯)। এরপর দীর্ঘ ৬ বছর ভারতের মালদহে সরকারি এক সেফহোমে থাকতে হয়েছে তাকে।
গত বছরের ১৯শে এপ্রিল কোনো এক মাধ্যমে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে এসে রাজশাহীর মানবাধিকার সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র শেল্টার হোমে আশ্রয় নিয়েছিলেন।
সেই থেকে খাদিজা দীর্ঘ এক বছর ৪ মাস এসিডি’র শেল্টার হোমে লালন-পালন হচ্ছিলেন। গতকাল এসিডি’র মাধ্যমেই মা-বাবাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে খাদিজা খাতুন।
এ সময় খাদিজা বলেন, ‘দীর্ঘ ৭ বছর পর মায়ের মায়াভরা মুখ দেখতে পেয়ে মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়েছি! কোনো দিন ভাবতেও পারিনি বাবা-মাকে ফিরে পাবো! পরিবারকে ফিরে পেয়ে এতো খুশি হয়েছি যা কাউকেই বোঝাতে পারবো না। আমি এসিডি’র প্রতি চিরকৃতজ্ঞ।
পরিবারকে ফিরিয়ে দেয়ার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না।’ খাদিজার বাবার নাম আবুল কাশেম ফকির আর মা আনোয়ারা বেগম।