ভারপ্রাপ্তের ভারে ডুবতে বসেছে দল, তবুও হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই
স্পোর্টস নিউজ: ভারপ্রাপ্ত অধিনায়ক, ভারপ্রাপ্ত কোচ। এত ভারে দলই ডুবতে বসেছে। বাকি আছে শুধু ভরাডুবি।ভারপ্রাপ্তের ভারে ডুবতে বসেছে দল, তবুও হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই বাংলাদেশের। শ্রীলংকা সফরে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ দল।
টানা দুই হারে সিরিজ জয়ের আশা আগেই শেষ। এখন চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশের লজ্জা। সেই লজ্জা এড়ানোর লড়াইয়ে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচ। ২০১৪ সালের পর এশিয়ার মাটিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজে জয়শূন্য থাকেনি বাংলাদেশ।
সেই গর্বের রেকর্ড অক্ষত রাখতে আজ জয়ের কোনো বিকল্প নেই তামিমদের সামনে। অন্যদিকে ২০১৬ সালের জুনের পর এই প্রথম কোনো ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করার সুযোগ শ্রীলংকার সামনে। সিরিজের প্রথম ম্যাচ ৯১ রানে জিতে লাসিথ মালিঙ্গার ওয়ানডে ক্যারিয়ারের শেষটা রাঙিয়েছে লংকানরা।
দ্বিতীয় ম্যাচ সাত উইকেটে জিতে ৪৪ মাস পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে। আজও একটি উপলক্ষ আছে লংকানদের। সিরিজের শেষ ম্যাচটি তারা উৎসর্গ করেছে গত সপ্তাহে অবসরের ঘোষণা দেয়া সাবেক পেসার নুয়ান কুলাসেকারাকে।
আজ ঘটা করে তাকে বিদায়ী সংবর্ধনা দেবে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। নাটকীয় কিছু না ঘটলে শ্রীলংকার কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহেরও বিদায়ী ম্যাচ হতে যাচ্ছে এটি।
সিরিজ জিতে যতটা নির্ভার স্বাগতিকরা, ঠিক ততটাই চাপে বাংলাদেশ দল। হতাশার আবহে যোগ হয়েছে শোক। সোমবার মারা গেছেন বাংলাদেশের প্রথম অধিনায়ক শামীম কবির।
তাকে শ্রদ্ধা জানাতে তামিমরা আজ কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন। শোককে তারা প্রেরণা বানাতে পারেন কি না, সেটাই দেখার। কলম্বোয় আজ সকালে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাতে ম্যাচ ভেসে যাওয়ার আশঙ্কা নেই। বিশ্বকাপে এই শ্রীলংকার বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় আফসোসের শেষ ছিল না বাংলাদেশের।
ভাগ্যের কী নির্মম পরিহাস! সেই বৃষ্টিকেই এখন আশীর্বাদ মনে হতে পারে! বিশ্বকাপের পর পুরো কোচিং স্টাফ বদলে ফেলার সময় তাড়াহুড়ো করে এই সিরিজ খেলার কোনো প্রয়োজনই ছিল না।
বিসিবির অদূরদর্শিতায় হতাশার বিশ্বকাপ শেষে নিজেদের গুছিয়ে ওঠার সময় পায়নি জাতীয় দল। ফলে শ্রীলংকার ইতিহাসের অন্যতম দুর্বল দলের কাছেও পাত্তা পাচ্ছে না বাংলাদেশ।
এক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে তিন বিভাগেই ব্যর্থ বাংলাদেশ। বাজে বোলিং-ফিল্ডিং বিশ্বকাপ থেকেই ভোগাচ্ছে দলকে। শ্রীলংকা সফরে গিয়ে ব্যাটিংও যেন ভুলতে বসেছে বাংলাদেশ। এক মুশফিকুর রহিম ছাড়া কারও ব্যাটেই নেই ন্যূনতম লড়াইয়ের প্রচেষ্টা। ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল একেবারেই ফর্মে নেই।
দুই ম্যাচে করেছেন সাকুল্যে ১৯ রান। ব্যর্থতার ঘেরাটোপ থেকে বেরোতে তামিমকে আরও ধৈর্যশীল হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্স। অস্ট্রেলিয়ায় বসে সাবেক শিষ্যের সমস্যা নিয়ে ভাবছেন সিডন্স।
আর দলের ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদকে খুঁজে পাওয়া যাচ্ছে জুয়ার আসরে! সোমবার কলম্বোর এক ক্যাসিনোতে দেখা গেছে তাকে। এই যখন চিত্র, ভালো কিছুর আশা করাই বোকামি।