ভারী বর্ষণে তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল, দুর্ভোগে অস্থায়ী বাসিন্দারা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভারী বর্ষণে তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল, দুর্ভোগে অস্থায়ী বাসিন্দারা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৮, ২০১৯ ৬:২৬ অপরাহ্ণ
A- A A+ Print

ভারী বর্ষণে তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল, দুর্ভোগে অস্থায়ী বাসিন্দারা

সোহেল আহমেদ,চট্টগ্রাম: অবিরাম বর্ষণে  তলিয়ে গেছে চট্টগ্রাম এর নিম্নাঞ্চল। বাসাবাড়ি সহ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে পানি ঢুকে আসবাবপত্রের ব্যপক ক্ষয়-ক্ষতির আশংকা দেখা দিয়েছে। এর মধ্যে আবার বিদ্যুৎ থাকলেও সকাল থেকেই নেই গ্যাস।

খাবারের হোটেল গুলোতেও পর্যাপ্ত পরিমান খাবার মিলছেনা। এখানকার বসবাসরত মানুষকে অন্তহীন দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। এতে বেশি ভোগান্তিতে পড়েছে দক্ষিনাঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে কর্মরত অস্থায়ী বাসিন্দারা।

বিভিন্ন সড়কে পানি জমে গিয়ে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। মূল সড়কগুলোতে যানজট তৈরি হয়েছে।

এছাড়া, অলিগলিতেও জলাবদ্ধতা তৈরি হয়েছে। পানি ঢুকে পড়েছে বাসা-দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, কাঁচাবাজারেও।

পানি নিষ্কাশনের পর্যাপ্ত পরিমান ব্যবস্থা না থাকায় এ ভয়াবহ জলাবদ্ধতা  তৈরি হয়েছে  বলে জানান নগরবাসী।

অপরদিকে, চট্টগ্রাম নগরীর মুরাদপুর থেকে লালখানবাজার পর্যন্ত আক্তারুজ্জামান ফ্লাইওভারে হাঁটু পরিমাণ পানি জমে থাকার তথ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে ফ্লাইওভার অতিক্রম করতে গিয়ে অনেকে দুর্ভোগে পড়েছেন।

পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৩৬ দশমিক ২ মিলিমিটার ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ সোমবারও সারাদিন ভারি ও টানা বৃষ্টিপাতের আশঙ্কা আছে।

সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, গত রবিবারের টানা বর্ষণে নগরের অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

প্রবর্তক মোড়, মুরাদপুর মোড়, মুরাদপুর মোহাম্মদপুর এলাকা, বহদ্দারহাট, চকবাজার, ২নং গেট, হালিশহর, বাকলিয়া, নয়া বাজার, বৌবাজার, কেবি আমান আলী রোডসহ বিভিন্ন এলাকা মধ্যরাতে পানিতে তলিয়ে যায়।

তাছাড়া নগরের অন্যান্য এলাকায় কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি জমে যায়। আবার অনেক সড়ক ও উপসড়কেও দেখা দেয় জলাবদ্ধতা।

কোনো রকম ও আর নিজাম রোড আবাসিক এলাকা হয়ে জিইসির পূর্ব মোড়, সিএন্ডবি কলোনির পানি মাড়িয়ে আলফালাহ গলির বাসায় আসি। তখনো বাসার সামনের গলিতে হাঁটু পানি।

নগরের বাদুরতলার বাসিন্দা হারুনুর রশিদ বলেন,  রবিবার সন্ধ্যার পর থেকে মুষলধারে বৃষ্টিতে বাসার ভেতরে পর্যন্ত পানি ঢুকে যায়। রাতভর ঘুমানো দূরের কথা, উল্টো বাসার ভেতর থেকে পানি ফেলতে হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি শৈবাল দাশ সুমন গণমাধ্যমকে জানিয়েছেন, নগরীর দুই-তৃতীয়াংশ এলাকায় পানি জমে থাকার তথ্য পেয়েছেন তিনি। জামালখানে একটি গাছ ভেঙ্গে সড়কের একপাশ দিয়ে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

নগরীর ঘাটফরহাদ বেগ এলাকায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সীমানা দেওয়াল ভেঙ্গে পাহাড়ি মাটি ও পানি এসে পড়েছে সড়কে।

তিনি আরো জানান, টানা বৃষ্টিপাতে পাহাড় ধসের শঙ্কায় নগরীর বিভিন্ন পাহাড়ে সিটি করপোরেশনের কর্মীরা অবস্থান নিয়েছেন। মাইকিং অব্যাহত আছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারি কমিশনার তৌহিদুল ইসলাম জানিয়েছেন, পাহাড় থেকে এ পর্যন্ত ৩৬১টি পরিবারকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। আরও যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে, তাদের সরানোর প্রক্রিয়া চলছে।

দৈনিক বরিশাল ২৪

ভারী বর্ষণে তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল, দুর্ভোগে অস্থায়ী বাসিন্দারা

সোমবার, জুলাই ৮, ২০১৯ ৬:২৬ অপরাহ্ণ | আপডেটঃ জুলাই ০৮, ২০১৯ ৬:২৯ অপরাহ্ণ

সোহেল আহমেদ,চট্টগ্রাম: অবিরাম বর্ষণে  তলিয়ে গেছে চট্টগ্রাম এর নিম্নাঞ্চল। বাসাবাড়ি সহ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে পানি ঢুকে আসবাবপত্রের ব্যপক ক্ষয়-ক্ষতির আশংকা দেখা দিয়েছে। এর মধ্যে আবার বিদ্যুৎ থাকলেও সকাল থেকেই নেই গ্যাস।

খাবারের হোটেল গুলোতেও পর্যাপ্ত পরিমান খাবার মিলছেনা। এখানকার বসবাসরত মানুষকে অন্তহীন দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। এতে বেশি ভোগান্তিতে পড়েছে দক্ষিনাঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে কর্মরত অস্থায়ী বাসিন্দারা।

বিভিন্ন সড়কে পানি জমে গিয়ে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। মূল সড়কগুলোতে যানজট তৈরি হয়েছে।

এছাড়া, অলিগলিতেও জলাবদ্ধতা তৈরি হয়েছে। পানি ঢুকে পড়েছে বাসা-দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, কাঁচাবাজারেও।

পানি নিষ্কাশনের পর্যাপ্ত পরিমান ব্যবস্থা না থাকায় এ ভয়াবহ জলাবদ্ধতা  তৈরি হয়েছে  বলে জানান নগরবাসী।

অপরদিকে, চট্টগ্রাম নগরীর মুরাদপুর থেকে লালখানবাজার পর্যন্ত আক্তারুজ্জামান ফ্লাইওভারে হাঁটু পরিমাণ পানি জমে থাকার তথ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে ফ্লাইওভার অতিক্রম করতে গিয়ে অনেকে দুর্ভোগে পড়েছেন।

পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৩৬ দশমিক ২ মিলিমিটার ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ সোমবারও সারাদিন ভারি ও টানা বৃষ্টিপাতের আশঙ্কা আছে।

সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, গত রবিবারের টানা বর্ষণে নগরের অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

প্রবর্তক মোড়, মুরাদপুর মোড়, মুরাদপুর মোহাম্মদপুর এলাকা, বহদ্দারহাট, চকবাজার, ২নং গেট, হালিশহর, বাকলিয়া, নয়া বাজার, বৌবাজার, কেবি আমান আলী রোডসহ বিভিন্ন এলাকা মধ্যরাতে পানিতে তলিয়ে যায়।

তাছাড়া নগরের অন্যান্য এলাকায় কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি জমে যায়। আবার অনেক সড়ক ও উপসড়কেও দেখা দেয় জলাবদ্ধতা।

কোনো রকম ও আর নিজাম রোড আবাসিক এলাকা হয়ে জিইসির পূর্ব মোড়, সিএন্ডবি কলোনির পানি মাড়িয়ে আলফালাহ গলির বাসায় আসি। তখনো বাসার সামনের গলিতে হাঁটু পানি।

নগরের বাদুরতলার বাসিন্দা হারুনুর রশিদ বলেন,  রবিবার সন্ধ্যার পর থেকে মুষলধারে বৃষ্টিতে বাসার ভেতরে পর্যন্ত পানি ঢুকে যায়। রাতভর ঘুমানো দূরের কথা, উল্টো বাসার ভেতর থেকে পানি ফেলতে হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি শৈবাল দাশ সুমন গণমাধ্যমকে জানিয়েছেন, নগরীর দুই-তৃতীয়াংশ এলাকায় পানি জমে থাকার তথ্য পেয়েছেন তিনি। জামালখানে একটি গাছ ভেঙ্গে সড়কের একপাশ দিয়ে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

নগরীর ঘাটফরহাদ বেগ এলাকায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সীমানা দেওয়াল ভেঙ্গে পাহাড়ি মাটি ও পানি এসে পড়েছে সড়কে।

তিনি আরো জানান, টানা বৃষ্টিপাতে পাহাড় ধসের শঙ্কায় নগরীর বিভিন্ন পাহাড়ে সিটি করপোরেশনের কর্মীরা অবস্থান নিয়েছেন। মাইকিং অব্যাহত আছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারি কমিশনার তৌহিদুল ইসলাম জানিয়েছেন, পাহাড় থেকে এ পর্যন্ত ৩৬১টি পরিবারকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। আরও যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে, তাদের সরানোর প্রক্রিয়া চলছে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইপিজেড থানা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত   দৈনিক বরিশাল২৪.কম-এর সম্পাদক শামীম আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি   বিশ্ব ডিম দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত   সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন