ভোটের মাঠে জিততে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ আবুল কালাম শাহীন

সোহেল আহমেদঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি গণমানুষের দল, এই দল সবসময় সাধারণ মানুষের পাশে থাকে, বিগত ফ্যাসিষ্ট আওয়ামী সরকারর দেয়া জেল জুলুম মামলা হামলা উপেক্ষা করে বরিশালে বিএনপি নেতাকর্মীরা দলের জন্য লড়াই সংগ্রাম করেছে, দেশ নায়ক তারেক রহমানের কারিশমায় ৫ আগষ্ট ছাত্রজনতার ঐক্যবদ্ধ আন্দলোনের মাধ্যমে ফ্যাসিষ্ট আওয়ামীলীগের পতন হয়েছে, আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, তাই আগামী দিনে আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মদের সচেতন থাকতে হবে, ভোটের মাঠে লড়াইয়ের জন্য সাধারণ মানুষের কল্যাণে মানবিক কাজ অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন বরিশাল দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
আজ (২০ মার্চ ) বৃহস্পতিবার বরিশাল (দক্ষিণ জেলা) সদর উপজেলার চরবাড়িয়া এবং শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতা কর্মীদের উদ্দেশে উপরোক্ত কথা বলেন।
ইফতার ও দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ জিয়াউল ইসলাম সাবু, সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম সেলিম, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সভাপতি ( ভারপ্রাপ্ত ) মামুন রেজা খান, সদর উপজেলা যুব দলের সদস্য সচিব মোঃ আলী হায়দার সহ জেলা ও সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সাকলাইন মোস্তাক, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সকাল, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান তালাশ প্রমূখ।
ইফতার ও দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।