ভোলায় জোয়ারে প্লাবিত লঞ্চ-ফেরিঘাট, দুর্ভোগে জনসাধরণ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভোলায় জোয়ারে প্লাবিত লঞ্চ-ফেরিঘাট, দুর্ভোগে জনসাধরণ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৩, ২০১৯ ১:০১ অপরাহ্ণ
A- A A+ Print

ভোলায় জোয়ারে প্লাবিত লঞ্চ-ফেরিঘাট, দুর্ভোগে জনসাধরণ

নিজস্ব প্রতিবেদক মেঘনার জোয়ারে তলিয়ে গেছে ভোলার ইলিশা ফেরি ও লঞ্চঘাট। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। লঞ্চ কিংবা ফেরির পন্টুনে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন যাত্রীরা।  খবর বাংলানিউজ

এদিকে, পানিতে ঘাটের গ্যাংওয়ে তলিয়ে যাওয়ার কারণে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ঘাট থেকে ফেরিতে ওঠা-নামা করতে পারছে না কোনো যানবাহন। এতে ঘাটে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে পারছেনা কোনো যানবাহন বা পণ্যবাহী ট্রাক। এতে চরমভাবে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও শ্রমিকরা।

মঙ্গলবার (২ জুলাই) দুপুর থেকে মেঘনার পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা।

বাংলানিউজকে তারা বলেন, বর্তমানে পানির উচ্চতা ২৫০ সেন্টিমিটার। অমাবশ্যায় সৃষ্ট জোয়ারে পানির উচ্চতা বেড়ে নিচু এলাকা প্লাবিত হয়েছে।

ইলিশা লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, পন্টুন থেকে নামতে গিয়ে যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। জোয়ারের পানির কারণে সিঁড়ি ডুবে যাওয়ায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে যাত্রীদের। বিশেষ করে নারী ও শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি। হাঁটু পরিমাণ পানিতে ভিজে ঘাট থেকে ওঠা-নামা করতে হচ্ছে।

যাত্রী সোহান, নাদিরা, নিখিল সরকার ও রেহানা বেগম বাংলানিউজকে বলেন, আমরা লঞ্চের যাত্রী। মজুচৌধুরী ঘাট থেকে ভোলার ইলিশা ঘাটে নেমেছি। কিন্তু পুরো ঘাট প্লাবিত হওয়ায় ভিজে নামতে হয়েছে। পুরো ঘাটের সিঁড়ি তলিয়ে গেছে। সব যাত্রীকেই ওঠা-নামা করতে কষ্ট করতে হচ্ছে। ঘাটে ন্যূনতম যাত্রীসেবা মিলছে না।

অপরদিকে, একই অবস্থা ইলিশা ফেরি ঘাটের। জোয়ারে পানিতে তিন/চার ফুট পানিতে ডুবে আছে গ্যাংওয়ে। এতে যানবাহন ওঠা-নামা বন্ধ থাকায় ফেরি থেকে হাঁটু পানিতে নেমে ভিজে পন্টুনে উঠছেন যাত্রীরা। আবার কেউ কেউ নৌকায় করে উঠছেন।
জোয়ারের পানিতে ঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে যাত্রীরা। ছবি: বাংলানিউজ
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের দীর্ঘতম নৌরুট ভোলা-লক্ষ্মীপুর ফেরি সার্ভিস। কিন্তু ঘাটে জোয়ারের পানির কারণে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। দুপুর থেকে ঘাটে যানবাহন ওঠা-নামা করতে পারছে না। এতে ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গন্তব্যে যেতে পারছে না যানবাহনগুলো।

ভোলা নদীবন্দর কর্মকর্তা মো. কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, ফেরিঘাটে একটি হাই ওয়াটার স্থাপনের কাজ শুরু হবে। শিগগিরই মেরামত করা হবে লঞ্চঘাট।

ভোলা পাউবোর নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার বাংলানিউজকে বলেন, পানির উচ্চতা বেড়ে যাওয়ায় নিচু এলাকা তলিয়ে গেছে।

পাউবো ডিভিশন-২ নির্বাহী প্রকৌশলী কাওছার আলম বাংলানিউজকে বলেন, মেঘনার পানি ২৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার ৫০ সেন্টিমটার। এতে বাঁধের বাইরের বেশির ভাগ নিচু এলাকা প্লাবিত হয়েছে। ভোলায় ৩ নম্বর সংকেত থাকায় নদী উত্তাল রয়েছে।

দৈনিক বরিশাল ২৪

ভোলায় জোয়ারে প্লাবিত লঞ্চ-ফেরিঘাট, দুর্ভোগে জনসাধরণ

বুধবার, জুলাই ৩, ২০১৯ ১:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক মেঘনার জোয়ারে তলিয়ে গেছে ভোলার ইলিশা ফেরি ও লঞ্চঘাট। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। লঞ্চ কিংবা ফেরির পন্টুনে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন যাত্রীরা।  খবর বাংলানিউজ

এদিকে, পানিতে ঘাটের গ্যাংওয়ে তলিয়ে যাওয়ার কারণে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ঘাট থেকে ফেরিতে ওঠা-নামা করতে পারছে না কোনো যানবাহন। এতে ঘাটে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে পারছেনা কোনো যানবাহন বা পণ্যবাহী ট্রাক। এতে চরমভাবে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও শ্রমিকরা।

মঙ্গলবার (২ জুলাই) দুপুর থেকে মেঘনার পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা।

বাংলানিউজকে তারা বলেন, বর্তমানে পানির উচ্চতা ২৫০ সেন্টিমিটার। অমাবশ্যায় সৃষ্ট জোয়ারে পানির উচ্চতা বেড়ে নিচু এলাকা প্লাবিত হয়েছে।

ইলিশা লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, পন্টুন থেকে নামতে গিয়ে যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। জোয়ারের পানির কারণে সিঁড়ি ডুবে যাওয়ায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে যাত্রীদের। বিশেষ করে নারী ও শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি। হাঁটু পরিমাণ পানিতে ভিজে ঘাট থেকে ওঠা-নামা করতে হচ্ছে।

যাত্রী সোহান, নাদিরা, নিখিল সরকার ও রেহানা বেগম বাংলানিউজকে বলেন, আমরা লঞ্চের যাত্রী। মজুচৌধুরী ঘাট থেকে ভোলার ইলিশা ঘাটে নেমেছি। কিন্তু পুরো ঘাট প্লাবিত হওয়ায় ভিজে নামতে হয়েছে। পুরো ঘাটের সিঁড়ি তলিয়ে গেছে। সব যাত্রীকেই ওঠা-নামা করতে কষ্ট করতে হচ্ছে। ঘাটে ন্যূনতম যাত্রীসেবা মিলছে না।

অপরদিকে, একই অবস্থা ইলিশা ফেরি ঘাটের। জোয়ারে পানিতে তিন/চার ফুট পানিতে ডুবে আছে গ্যাংওয়ে। এতে যানবাহন ওঠা-নামা বন্ধ থাকায় ফেরি থেকে হাঁটু পানিতে নেমে ভিজে পন্টুনে উঠছেন যাত্রীরা। আবার কেউ কেউ নৌকায় করে উঠছেন।
জোয়ারের পানিতে ঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে যাত্রীরা। ছবি: বাংলানিউজ
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের দীর্ঘতম নৌরুট ভোলা-লক্ষ্মীপুর ফেরি সার্ভিস। কিন্তু ঘাটে জোয়ারের পানির কারণে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। দুপুর থেকে ঘাটে যানবাহন ওঠা-নামা করতে পারছে না। এতে ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গন্তব্যে যেতে পারছে না যানবাহনগুলো।

ভোলা নদীবন্দর কর্মকর্তা মো. কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, ফেরিঘাটে একটি হাই ওয়াটার স্থাপনের কাজ শুরু হবে। শিগগিরই মেরামত করা হবে লঞ্চঘাট।

ভোলা পাউবোর নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার বাংলানিউজকে বলেন, পানির উচ্চতা বেড়ে যাওয়ায় নিচু এলাকা তলিয়ে গেছে।

পাউবো ডিভিশন-২ নির্বাহী প্রকৌশলী কাওছার আলম বাংলানিউজকে বলেন, মেঘনার পানি ২৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার ৫০ সেন্টিমটার। এতে বাঁধের বাইরের বেশির ভাগ নিচু এলাকা প্লাবিত হয়েছে। ভোলায় ৩ নম্বর সংকেত থাকায় নদী উত্তাল রয়েছে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে পুলিশের ত্রাণ বিতরণ   ইপিজেড থানা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত   দৈনিক বরিশাল২৪.কম-এর সম্পাদক শামীম আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি   বিশ্ব ডিম দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত   সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস