ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ইয়াবা বিক্রেতা মেম্বার মামুন ও তার স্ত্রী লাইজুকে শ্রীঘরে পাঠিয়েছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়।
মামুন পক্ষিয়া ইউনিয়নের সাত নাম্বার ওয়ার্ডের মৃত আলী আকবরের ছেলে। তিনি উপজেলার পক্ষিয়া ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডের সদস্য (মেম্বার)।এর আগেও পুলিশ মামুনকে একাধিকবার মাদকসহ আটক করে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
বোরহানউদ্দিন থানার এসআই মুহাইমিনুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিনি মামুন মেম্বারের বাসায় অভিযান চালানো হয়। তার বসত ঘরের খাটের তোষকের নিচ থেকে ৫২ পিচ ইয়াবাসহ মামুন ও তার স্ত্রী লাইজুকে আটক করেন।
বোরহানউদ্দিন থানার ওসি মু. এনামুল হক জানান, তারা স্বামী-স্ত্রী চট্রগ্রাম থেকে মাদক এনে বিক্রির তথ্য তাদের কাছে ছিল। রোববার তাদের হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।