ভোলা-৩ আসনের এমপি শাওনের পিতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের পিতা আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বুধবার ভোর ৪.২৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
নুরুন্নবী চৌধুরী শাওন দেশের বাইরে থাকায় (বাংলাদেশ জাতীয় সংসদের ক্রিকেট টিমের সদস্য হিসেবে ইংল্যান্ড সফরে আছেন- এখন দেশের পথে রওনা হয়েছেন) আগামীকাল ১১ই জুলাই বৃহস্পতিবার সকাল ৯ টায় ঢাকার রমনা মধুবাগ মাঠে প্রথম জানাজা, সকাল সাড়ে ১০ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দ্বিতীয় জানাজা শেষে হেলিকপ্টার যোগে নিজ এলাকা লালমোহনের উদ্দেশ্য রওয়ানা হবেন।
পরবর্তীতে লালমোহনে তৃতীয় জানাজা শেষে তার ইচ্ছা অনুযায়ী পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।