মংলায় ঘরবাড়ি ভাঙ্গচুর লুটপাট - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মংলায় ঘরবাড়ি ভাঙ্গচুর লুটপাট - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৬, ২০১৯ ১০:৫৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

মংলায় ঘরবাড়ি ভাঙ্গচুর লুটপাট

শেখ রাফসান, বাগেরহাট প্রতিনিধি: মংলায় ঘরবাড়ি ভাঙ্গচুর লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় সন্ত্রাসীদের হাতে মহিলাসহ কয়েক জন আহত হয়েছেন। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোংলা উপজেলার দিগরাজ গ্রামে পেশি শক্তি বিস্তার করে কেন্দ্র করে প্রফুল্ল সরকার (৬০) ও প্রনয় কান্তি রায়( ৪৫) সমর্থিত লোকজনদের সঙ্গে কুমার রায় মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে ।

এই বিরোধের জের ধরে গত ১৩ই আগষ্ট রাতে প্রফুল্ল সরকার (৬০) ও প্রনয় কান্তি রায়( ৪৫) সমর্থিত লোকজনদের সঙ্গে কুমার রায় সমর্থিত সন্ত্রাসীরা হামলা চালিয়ে দিগরাজ, বাজুয়া রোড় সংলগ্ন বি এফ ডি সি এর উত্তর প্বার্শে নিশিত কুমার রায়ের এর দুটি বাড়ি ভাংচুর করে।

পরের দিন ১৫ই অাগষ্ট সকালে মোংলা থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) তুহিন মন্ডল এর কাছে অভিযোগ দায়ের করে। সাংবাদিকদের নিশিত কুমার রায় বলেন ১৩ আগষ্ট আমরা কেউ। বাড়িতে ছিলাম না,আমরা বেড়াতে গিয়ে ছিলাম এই সুযোগ বুজে প্রনয় কান্তি ও প্রফুল্ল সরকার এর নেতৃত্বে ৪০/৫০ জন ভাড়াটিয়া ঘুন্ডা বাহিনী নিয়ে আমার নিজের থাকার ঘর ও আমার বাড়া টিয়ার ঘর ভাংচুর করে, আমি ২০০১ সাল থেকে শহিদুলের কাছ থেকে ক্রয় করে বসবাস করে আসছি।

কিন্তু কিছু কুচক্রী মহল আমি নিরিহ মানুষ বিধায় ভয় ভীতি দেখিয়ে তাড়িয়ে দিতে চায়। পরে এই বিষয় নিয়ে আমার ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের জানিয়েছি তারা আমাকে আইনের আশ্রয় নিতে বলেছে আর আমি আইনকে শ্রদ্ধা করি তাই আইনের আশ্রয় নিয়েছি কিন্তুু আফসোস্ যে আমার ক্ষতি হয়েছে।

তাই এলাকাবাসীদের একটাই দাবী দ্রুত এর একটা বিকল্প ব্যবস্তা চাই। এবং যারা এর সাথে মিশে অসহায় গরীব মানুষের ঘরবাড়ি মালামাল ভাঙ্গচুর করছে তাদেরকে আইনের হাতে ধরিয়ে দেওয়া হোক। তবে মোংলা থানার ইনসপেক্টর (তদন্ত)অফিসার তুহিন মন্ডল বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

দৈনিক বরিশাল ২৪

মংলায় ঘরবাড়ি ভাঙ্গচুর লুটপাট

শুক্রবার, আগস্ট ১৬, ২০১৯ ১০:৫৬ পূর্বাহ্ণ

শেখ রাফসান, বাগেরহাট প্রতিনিধি: মংলায় ঘরবাড়ি ভাঙ্গচুর লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় সন্ত্রাসীদের হাতে মহিলাসহ কয়েক জন আহত হয়েছেন। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোংলা উপজেলার দিগরাজ গ্রামে পেশি শক্তি বিস্তার করে কেন্দ্র করে প্রফুল্ল সরকার (৬০) ও প্রনয় কান্তি রায়( ৪৫) সমর্থিত লোকজনদের সঙ্গে কুমার রায় মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে ।

এই বিরোধের জের ধরে গত ১৩ই আগষ্ট রাতে প্রফুল্ল সরকার (৬০) ও প্রনয় কান্তি রায়( ৪৫) সমর্থিত লোকজনদের সঙ্গে কুমার রায় সমর্থিত সন্ত্রাসীরা হামলা চালিয়ে দিগরাজ, বাজুয়া রোড় সংলগ্ন বি এফ ডি সি এর উত্তর প্বার্শে নিশিত কুমার রায়ের এর দুটি বাড়ি ভাংচুর করে।

পরের দিন ১৫ই অাগষ্ট সকালে মোংলা থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) তুহিন মন্ডল এর কাছে অভিযোগ দায়ের করে। সাংবাদিকদের নিশিত কুমার রায় বলেন ১৩ আগষ্ট আমরা কেউ। বাড়িতে ছিলাম না,আমরা বেড়াতে গিয়ে ছিলাম এই সুযোগ বুজে প্রনয় কান্তি ও প্রফুল্ল সরকার এর নেতৃত্বে ৪০/৫০ জন ভাড়াটিয়া ঘুন্ডা বাহিনী নিয়ে আমার নিজের থাকার ঘর ও আমার বাড়া টিয়ার ঘর ভাংচুর করে, আমি ২০০১ সাল থেকে শহিদুলের কাছ থেকে ক্রয় করে বসবাস করে আসছি।

কিন্তু কিছু কুচক্রী মহল আমি নিরিহ মানুষ বিধায় ভয় ভীতি দেখিয়ে তাড়িয়ে দিতে চায়। পরে এই বিষয় নিয়ে আমার ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের জানিয়েছি তারা আমাকে আইনের আশ্রয় নিতে বলেছে আর আমি আইনকে শ্রদ্ধা করি তাই আইনের আশ্রয় নিয়েছি কিন্তুু আফসোস্ যে আমার ক্ষতি হয়েছে।

তাই এলাকাবাসীদের একটাই দাবী দ্রুত এর একটা বিকল্প ব্যবস্তা চাই। এবং যারা এর সাথে মিশে অসহায় গরীব মানুষের ঘরবাড়ি মালামাল ভাঙ্গচুর করছে তাদেরকে আইনের হাতে ধরিয়ে দেওয়া হোক। তবে মোংলা থানার ইনসপেক্টর (তদন্ত)অফিসার তুহিন মন্ডল বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইপিজেড থানা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত   দৈনিক বরিশাল২৪.কম-এর সম্পাদক শামীম আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি   বিশ্ব ডিম দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত   সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন