মংলায় ঘরবাড়ি ভাঙ্গচুর লুটপাট
শেখ রাফসান, বাগেরহাট প্রতিনিধি: মংলায় ঘরবাড়ি ভাঙ্গচুর লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় সন্ত্রাসীদের হাতে মহিলাসহ কয়েক জন আহত হয়েছেন। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোংলা উপজেলার দিগরাজ গ্রামে পেশি শক্তি বিস্তার করে কেন্দ্র করে প্রফুল্ল সরকার (৬০) ও প্রনয় কান্তি রায়( ৪৫) সমর্থিত লোকজনদের সঙ্গে কুমার রায় মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে ।
এই বিরোধের জের ধরে গত ১৩ই আগষ্ট রাতে প্রফুল্ল সরকার (৬০) ও প্রনয় কান্তি রায়( ৪৫) সমর্থিত লোকজনদের সঙ্গে কুমার রায় সমর্থিত সন্ত্রাসীরা হামলা চালিয়ে দিগরাজ, বাজুয়া রোড় সংলগ্ন বি এফ ডি সি এর উত্তর প্বার্শে নিশিত কুমার রায়ের এর দুটি বাড়ি ভাংচুর করে।
পরের দিন ১৫ই অাগষ্ট সকালে মোংলা থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) তুহিন মন্ডল এর কাছে অভিযোগ দায়ের করে। সাংবাদিকদের নিশিত কুমার রায় বলেন ১৩ আগষ্ট আমরা কেউ। বাড়িতে ছিলাম না,আমরা বেড়াতে গিয়ে ছিলাম এই সুযোগ বুজে প্রনয় কান্তি ও প্রফুল্ল সরকার এর নেতৃত্বে ৪০/৫০ জন ভাড়াটিয়া ঘুন্ডা বাহিনী নিয়ে আমার নিজের থাকার ঘর ও আমার বাড়া টিয়ার ঘর ভাংচুর করে, আমি ২০০১ সাল থেকে শহিদুলের কাছ থেকে ক্রয় করে বসবাস করে আসছি।
কিন্তু কিছু কুচক্রী মহল আমি নিরিহ মানুষ বিধায় ভয় ভীতি দেখিয়ে তাড়িয়ে দিতে চায়। পরে এই বিষয় নিয়ে আমার ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের জানিয়েছি তারা আমাকে আইনের আশ্রয় নিতে বলেছে আর আমি আইনকে শ্রদ্ধা করি তাই আইনের আশ্রয় নিয়েছি কিন্তুু আফসোস্ যে আমার ক্ষতি হয়েছে।
তাই এলাকাবাসীদের একটাই দাবী দ্রুত এর একটা বিকল্প ব্যবস্তা চাই। এবং যারা এর সাথে মিশে অসহায় গরীব মানুষের ঘরবাড়ি মালামাল ভাঙ্গচুর করছে তাদেরকে আইনের হাতে ধরিয়ে দেওয়া হোক। তবে মোংলা থানার ইনসপেক্টর (তদন্ত)অফিসার তুহিন মন্ডল বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।