মংলায় রাস্তা ভেঙ্গে নদীতে বিলিন হতে চলেছে
শেখ রাফসান (মংলা) বাগেরহাট প্রতিনিধি: কিছুদিন যাবত জয়মনিরঘোল ৭নং ওয়ার্ডের রাস্তার বেহাল অবস্থায় রয়েছে। রাস্তা ভেঙ্গে নদীতে বিলিন হতে চলেছে। এখনই পদক্ষেপ নেয়া প্রয়োজন মনেকরছে এলাকাবাসী।
নদীর সাথে মিশে যাচ্ছে এই জয়মনি ৭নং ওয়ার্ডের রাস্তা এই বিষয় নিয়ে কথা বলছিলাম জয়মনি ৭নং ওয়ার্ডের যুবলীগ নেতা রেজাউল করিম বাচ্চুর বলেন বিগত ৭-৮ দিন ধরে জয়মনি সাইলোর পাসের রাস্তা বেহাল অবস্থা।
রাস্তার মেরামত করা হচ্ছে না। এবং এই রাস্তা মেরামত করা জন্য কেউ কাজ করছে না । তিনি আরও বলেন রাস্তা বেহাল অবস্থার একটাই কারন নদীতে তিব্র স্রোত ও ঢেউ ।
উল্লেখ্য রাস্তার ডান পাশে চলছে বালু উঠানো ড্রেজারের কাজ । এই ড্রেজারের কাজের কারনে রাস্তা ভেঙে যাচ্ছে।