মধ্যরাতে লাখুটিয়া বাজারে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সদর উপজেলার ২নং কাশিপুর ইউনিয়নের লাখুটিয়া বাজারে আজ বুধবার মধ্য রাতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি ব্যাবসায় প্রতিষ্ঠান। ছবিঃ শামীম হোসেন
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে বাবুগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিলো।
স্থানীয় সূত্র জানায়, লাখুটিয়া বাজারের টেম্পো স্টান্ড সংলগ্ন আজাহারের মিষ্টির দোকানের একাংশ সহ কমপক্ষে চারটি দোকান পুড়ে গেছে। এছাড়াও অনেকগুলো দোকানের মালামাল নষ্ট হয়ে গেছে।
আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায় নি।