মহিলাবিষয়ক অধিদফতরে চাকরির সুযোগ
সরকারি প্রতিষ্ঠানে যারা ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য সুখবর। নিয়োগ দেবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলাবিষয়ক অধিদফতর। ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন’ প্রকল্পে অস্থায়ী এ নিয়োগ দেয়া হবে। এ লক্ষ্যে দরখাস্ত চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহ থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম ও বেতন
১) পদের নাম: জেন্ডার প্রমোটার
পদ সংখ্যা: ১০৯৫টি
বেতন (দৈনিক): ১,০০০/ টাকা। (সপ্তাহে ২ দিন)
২) পদের নাম: সংগীত শিক্ষক
পদ সংখ্যা: ৪,৮৮৩টি (প্রতি ইউনিয়নে ১ জন)
বেতন (দৈনিক): ৫০০/ টাকা। (সপ্তাহে ১ দিন)
৩) পদের নাম: আবৃত্তি শিক্ষক
পদ সংখ্যা: ৪,৮৮৩টি (প্রতি ইউনিয়নে ১ জন)
বেতন (দৈনিক): ৫০০/ টাকা। (সপ্তাহে ১ দিন)
আবেদন যেভাবে
প্রার্থীকে আগামী ২৩ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করতে হবে। অস্থায়ী ভিত্তিতে এসব নিয়োগ দেয়া হবে। প্রকল্প চলাকালীন চাকরির মেয়াদ।
সুত্র:যুগান্তর