মাদারীপুরে বাসের ধাক্কায় ২ জন নিহত
অনলাইন নিউজ: মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ ভ্যান যাত্রীর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ডাসার থানার পশ্চিম মাইজপাড়া এলাকার উন্মে হানি বেগম (৫০) এবং কালকিনির মিনারজি এলাকার মোতালেব মাতুব্বর (৫৫)। তারা ব্যাটারিচালিত ভ্যানে করে স্থানীয় ভাঙ্গাব্রিজ এলাকায় যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঢাকাগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই মহাসড়কের ডাসার থানার কর্ণপাড়া এলাকায় একটি ব্যাটারিচালিত ভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দেয়।
এতে ভ্যানের দুই যাত্রী নিহত হয়। এসময় ভ্যানচালক ও আরও একযাত্রী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শশাঙ্ক ঘোষ সংবাকর্মীদের জানান, হাসপাতালে আনার আগেই ওই দুইজন মারা গেছেন।