মাহমুদউল্লাহ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘অটোমেটিক চয়েস’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মাহমুদউল্লাহ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘অটোমেটিক চয়েস’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ৩১, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ
A- A A+ Print

মাহমুদউল্লাহ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘অটোমেটিক চয়েস’

অনলাইন নিউজঃ ২০২২ সালের সেপ্টেম্বরের পর থেকেই বাংলাদেশের টি-টোয়েন্টি দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। কারণ হিসেবে ফর্ম, ফিটনেস, টিম কম্বিনেশন এসবকেই সামনে এনেছেন নির্বাচকরা। কিন্তু চলতি বিপিএলে মাহমুদউল্লাহর ব্যাটে রানের ফোয়ারা দেখে জুনে অনুষ্ঠেয় পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পারলে তাকে এখনই দলে নিয়ে নেয় বিসিবি। ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহঅটোমেটিক চয়েস। পারফরম্যান্সের কারণেই মাহমুদউল্লাহকে নিয়ে দ্বিতীয় কিছু চিন্তার সুযোগ নেই বলেও জানান তিনি।

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেও অবসরে যাননি মাহমুদউল্লাহ। ২০ ওভারের ক্রিকেটের মতো ওয়ানডে দল থেকেও জায়গা হারিয়েছিলেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। মাস চারেক দলের বাইরে থাকলেও বাকিদের ব্যর্থতায় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলেন তিনি। যেখানে বাংলাদেশের সেরা পারফর্মারও ছিলেন মাহমুদউল্লাহ। ওয়ানডেতে দারুণ পারফরম্যান্সের পর উঁকি দেয় মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগও।

দেড় বছর পর তারকা এই ক্রিকেটার যে আবারও টি-টোয়েন্টি দলে ফেরার খুব কাছে সেটার ইঙ্গিত মিলেছে জালাল ইউনুসের কথায়। বিপিএলের এবারের আসরে মাহমুদউল্লাহর পারফরম্যান্সে খুশি তিনি। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুইশর বেশি স্ট্রাইক রেটে অপরাজিত ৫১ রানের ইনিংস আরও এগিয়ে দিয়েছে তাকে।

মাহমুদউল্লাহর পারফরম্যান্স নিয়ে জালাল ইউনুস বলেন, কী বলব! রিয়াদের ব্রিলিয়ান্ট পারফরম্যান্স। একটা জিনিস খেয়াল করে দেখবেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে তার যে স্ট্রাইক রেট ছিল, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। ওই স্ট্রাইক রেটেই তো সে টি-টোয়েন্টিতে অটোমেটিক্যালি চলে আসে। আর এখন তো প্রমাণ করছে। যে জায়গায় সে খেলছে, অটোমেটিক চয়েস।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ সর্বশেষ খেলেছেন ২০২১ সালে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপে। ৮ ম্যাচে করেছিলেন ১৬৯ রান, স্ট্রাইক রেট ১২০.৭১। এমনিতে এমন কিছু হয়তো মনে হবে না, তবে স্ট্রাইক রেট বিবেচনায় সে বিশ্বকাপে মাহমুদউল্লাহই ছিলেন বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা। ফরচুন বরিশালের হয়ে এবারের বিপিএলেও মাহমুদউল্লাহ দুর্দান্ত খেলছেন। পাঁচ ম্যাচের দুটিতে অপরাজিত থেকে রান করেছেন ১০৪, স্ট্রাইক রেট ১৬৫.০৭।

অভিজ্ঞ এই ব্যাটারের জায়গা না পাওয়ার কোনো কারণও দেখেন না ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান। তিনি বলেন, এই মুহূর্তে সে সুযোগ পাবে কি পাবে না, এই প্রশ্নটা উঠছে না। সে ভালো খেলছে, ভালো পারফর্ম করছে। আমি তো মনে করি, এমনিতেই তার দলে চলে আসা উচিত। দ্বিতীয় চিন্তার অবকাশ নেই।

এ ক্ষেত্রে মাহমুদউল্লাহর বয়সটাকেও কোনো বাধা মনে করছেন না ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান। তিনি বলেন, বয়স কোনো ব্যাপার নয়। সে কতটা ফিট, সেটাই গুরুত্বপূর্ণ। অ্যান্ডারসন কিন্তু ৪১ বছর বয়সেও বোলিং করছে। কোনো খেলোয়াড় যদি নিজেকে ফিট রাখে, সে খেলা চালিয়ে যেতে পারে। যদি পারফর্ম করে, তাহলে তো তাকে দলে রাখতে অসুবিধা নেই। সে পারফর্ম করছে। বোলিং, ফিল্ডিংয়ে তৎপর। তাহলে কেন নয়? সূত্রঃযমুনা টিভি

দৈনিক বরিশাল ২৪

মাহমুদউল্লাহ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘অটোমেটিক চয়েস’

বুধবার, জানুয়ারি ৩১, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ

অনলাইন নিউজঃ ২০২২ সালের সেপ্টেম্বরের পর থেকেই বাংলাদেশের টি-টোয়েন্টি দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। কারণ হিসেবে ফর্ম, ফিটনেস, টিম কম্বিনেশন এসবকেই সামনে এনেছেন নির্বাচকরা। কিন্তু চলতি বিপিএলে মাহমুদউল্লাহর ব্যাটে রানের ফোয়ারা দেখে জুনে অনুষ্ঠেয় পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পারলে তাকে এখনই দলে নিয়ে নেয় বিসিবি। ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহঅটোমেটিক চয়েস। পারফরম্যান্সের কারণেই মাহমুদউল্লাহকে নিয়ে দ্বিতীয় কিছু চিন্তার সুযোগ নেই বলেও জানান তিনি।

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেও অবসরে যাননি মাহমুদউল্লাহ। ২০ ওভারের ক্রিকেটের মতো ওয়ানডে দল থেকেও জায়গা হারিয়েছিলেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। মাস চারেক দলের বাইরে থাকলেও বাকিদের ব্যর্থতায় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলেন তিনি। যেখানে বাংলাদেশের সেরা পারফর্মারও ছিলেন মাহমুদউল্লাহ। ওয়ানডেতে দারুণ পারফরম্যান্সের পর উঁকি দেয় মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগও।

দেড় বছর পর তারকা এই ক্রিকেটার যে আবারও টি-টোয়েন্টি দলে ফেরার খুব কাছে সেটার ইঙ্গিত মিলেছে জালাল ইউনুসের কথায়। বিপিএলের এবারের আসরে মাহমুদউল্লাহর পারফরম্যান্সে খুশি তিনি। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুইশর বেশি স্ট্রাইক রেটে অপরাজিত ৫১ রানের ইনিংস আরও এগিয়ে দিয়েছে তাকে।

মাহমুদউল্লাহর পারফরম্যান্স নিয়ে জালাল ইউনুস বলেন, কী বলব! রিয়াদের ব্রিলিয়ান্ট পারফরম্যান্স। একটা জিনিস খেয়াল করে দেখবেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে তার যে স্ট্রাইক রেট ছিল, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। ওই স্ট্রাইক রেটেই তো সে টি-টোয়েন্টিতে অটোমেটিক্যালি চলে আসে। আর এখন তো প্রমাণ করছে। যে জায়গায় সে খেলছে, অটোমেটিক চয়েস।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ সর্বশেষ খেলেছেন ২০২১ সালে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপে। ৮ ম্যাচে করেছিলেন ১৬৯ রান, স্ট্রাইক রেট ১২০.৭১। এমনিতে এমন কিছু হয়তো মনে হবে না, তবে স্ট্রাইক রেট বিবেচনায় সে বিশ্বকাপে মাহমুদউল্লাহই ছিলেন বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা। ফরচুন বরিশালের হয়ে এবারের বিপিএলেও মাহমুদউল্লাহ দুর্দান্ত খেলছেন। পাঁচ ম্যাচের দুটিতে অপরাজিত থেকে রান করেছেন ১০৪, স্ট্রাইক রেট ১৬৫.০৭।

অভিজ্ঞ এই ব্যাটারের জায়গা না পাওয়ার কোনো কারণও দেখেন না ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান। তিনি বলেন, এই মুহূর্তে সে সুযোগ পাবে কি পাবে না, এই প্রশ্নটা উঠছে না। সে ভালো খেলছে, ভালো পারফর্ম করছে। আমি তো মনে করি, এমনিতেই তার দলে চলে আসা উচিত। দ্বিতীয় চিন্তার অবকাশ নেই।

এ ক্ষেত্রে মাহমুদউল্লাহর বয়সটাকেও কোনো বাধা মনে করছেন না ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান। তিনি বলেন, বয়স কোনো ব্যাপার নয়। সে কতটা ফিট, সেটাই গুরুত্বপূর্ণ। অ্যান্ডারসন কিন্তু ৪১ বছর বয়সেও বোলিং করছে। কোনো খেলোয়াড় যদি নিজেকে ফিট রাখে, সে খেলা চালিয়ে যেতে পারে। যদি পারফর্ম করে, তাহলে তো তাকে দলে রাখতে অসুবিধা নেই। সে পারফর্ম করছে। বোলিং, ফিল্ডিংয়ে তৎপর। তাহলে কেন নয়? সূত্রঃযমুনা টিভি

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চট্টগ্রাম মাদ্রাসা স্কলারশিপ’র বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন   অভিভাবকদের প্রতি মহানবী (সা.)-এর সতর্কবার্তা   শবে বরাতে যেভাবে ইবাদত করবেন   শবে বরাতেও ক্ষমা পাবে না যারা   বরিশালে জ্বালানি তেলবাহী জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৪   বিপিএল শিরোপা জয়ীদের শুভেচ্ছা জানালেন ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম   বিশৃঙ্খলায় পণ্ড ফরচুন বরিশালের শিরোপা উদযাপন, সাংবাদিকসহ আহত ১০   উপদেষ্টা হাসান আরিফ আর নেই   বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৩৮ কোটি টাকা অনুদান জাপানের   বরিশালে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে পুলিশের ত্রাণ বিতরণ   ইপিজেড থানা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত   দৈনিক বরিশাল২৪.কম-এর সম্পাদক শামীম আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি   বিশ্ব ডিম দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত   সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল