মিথ্যা ইতিহাস স্বর্ণখচিত অক্ষরে লেখার চেয়ে সত্যি ইতিহাস কয়লার কালি দিয়ে লেখাও উত্তম

অ্যাড,এস এম রফিকুল ইসলামঃ
একটি প্রতিষ্ঠান যেমন স্কুল কলেজ মাদ্রাসা ক্লাব ইত্যাদি একক কোন ব্যক্তি গড়ে তুলতে পারেনা। একটি প্রতিষ্ঠান গড়তে হলে এলাকার ধনী-গরীব ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতার প্রয়োজন হয় এটাই চিরসত্য ।তাই কোনো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসাবে একক কোন ব্যক্তির নাম জাহির করা মানে প্রকৃত ইতিহাসকে ধামাচাপা দেওয়া।যাহা উক্ত প্রতিষ্ঠান গড়ে তোলার পিছনে শ্রম দেওয়া কিংবা অর্থ দেয়া কিংবা অন্যান্যভাবে সহযোগিতা করা মানুষগুলোর সাথে অবিচার বেইমানি ও বিশ্বাসঘাতকতার শামিল। অতএব প্রকৃত ইতিহাসকে ধামাচাপা দিয়ে কোন ব্যক্তি স্বার্থ ইতিহাস কিংবা মিথ্যা ইতিহাস স্বর্ণখচিত অক্ষরে লিখে রাখার চেয়ে বাস্তব কিংবা সত্যিকারের ইতিহাস কয়লার কালি দিয়ে লিখে রাখাও উত্তম বলে আমি মনে করি
লেখকঃ অ্যাড,এস এম রফিকুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক, দৈনিক আমাদের বরিশাল, সহ-সভাপতি, বাংলাদেশ সম্পাদক পরিষদ, বরিশাল বিভাগ।