মিরসরাইয়ে ঝর্ণা থেকে পড়ে পর্যটকের মৃ্ত্যু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মিরসরাইয়ে ঝর্ণা থেকে পড়ে পর্যটকের মৃ্ত্যু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৭, ২০১৯ ১২:০৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

মিরসরাইয়ে ঝর্ণা থেকে পড়ে পর্যটকের মৃ্ত্যু

আকতার হোসেন, প্রতিনিধি, (মিরসরাই) চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝর্ণা থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬জুলাই) দুপুরে ওই দূর্ঘটনা ঘটে। সকালে পাঁচ সহকর্মীসহ সেখানে বেড়াতে যান তিনি। ছবি তুলতে গিয়ে ওই দুর্ঘটনা বলে জানিয়েছেন তাঁর সহকর্মীরা।

নিহত ব্যক্তির নাম মো. আবু আলী আল-হুসাইন সিদ্দিকী (২৮)। তিনি বগুড়া পৌরসভার মালতী নগর এলাকার আবু বকর সিদ্দিকীর ছেলে। পেশায় স্থপতি আবু আলী ঢাকার টিকাটুলি সেফটি কনসালটেন্ট বিডি নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানের আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

এক সঙ্গে খৈয়াছড়া ঝরনায় বেড়াতে আসা আবু আলীর সহকর্মী মো. আলাউদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাসে করে তাঁরা চার সহকর্মী শুক্রবার সকালে মিরসরাই পৌঁছান।

চট্টগ্রাম থেকে তাঁদের সঙ্গে আরেক সহকর্মী যোগ দেন। সকাল সাড়ে দশটার দিকে এই পাঁচজন ঝরনায় পৌঁছান।

ঝরনার স্রোতের একটি অংশে শুয়ে ছবি তুলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান আবু আলী। তখন সহকর্মীরা নিচে নেমে তাঁকে উদ্ধার করেন। পরে মিরসরাইয়ের ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুপুর ১২টার দিকে তাঁকে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু আলীকে মৃত বলে ঘোষণা করেন। বেসরকারি হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক আদনান মাহমুদ প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগে পথেই ওই পর্যটকের মৃত্যু হয়েছে।

মাথায় অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে এই মৃত্যু হতে পারে। মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘পর্যটকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে গিয়ে পরিচয় সংগ্রহ করেছি। বগুড়ায় থাকা নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

পরিবার চাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ বুঝিয়ে দেওয়া হবে।’

দৈনিক বরিশাল ২৪

মিরসরাইয়ে ঝর্ণা থেকে পড়ে পর্যটকের মৃ্ত্যু

শনিবার, জুলাই ২৭, ২০১৯ ১২:০৭ পূর্বাহ্ণ

আকতার হোসেন, প্রতিনিধি, (মিরসরাই) চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝর্ণা থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬জুলাই) দুপুরে ওই দূর্ঘটনা ঘটে। সকালে পাঁচ সহকর্মীসহ সেখানে বেড়াতে যান তিনি। ছবি তুলতে গিয়ে ওই দুর্ঘটনা বলে জানিয়েছেন তাঁর সহকর্মীরা।

নিহত ব্যক্তির নাম মো. আবু আলী আল-হুসাইন সিদ্দিকী (২৮)। তিনি বগুড়া পৌরসভার মালতী নগর এলাকার আবু বকর সিদ্দিকীর ছেলে। পেশায় স্থপতি আবু আলী ঢাকার টিকাটুলি সেফটি কনসালটেন্ট বিডি নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানের আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

এক সঙ্গে খৈয়াছড়া ঝরনায় বেড়াতে আসা আবু আলীর সহকর্মী মো. আলাউদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাসে করে তাঁরা চার সহকর্মী শুক্রবার সকালে মিরসরাই পৌঁছান।

চট্টগ্রাম থেকে তাঁদের সঙ্গে আরেক সহকর্মী যোগ দেন। সকাল সাড়ে দশটার দিকে এই পাঁচজন ঝরনায় পৌঁছান।

ঝরনার স্রোতের একটি অংশে শুয়ে ছবি তুলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান আবু আলী। তখন সহকর্মীরা নিচে নেমে তাঁকে উদ্ধার করেন। পরে মিরসরাইয়ের ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুপুর ১২টার দিকে তাঁকে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু আলীকে মৃত বলে ঘোষণা করেন। বেসরকারি হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক আদনান মাহমুদ প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগে পথেই ওই পর্যটকের মৃত্যু হয়েছে।

মাথায় অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে এই মৃত্যু হতে পারে। মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘পর্যটকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে গিয়ে পরিচয় সংগ্রহ করেছি। বগুড়ায় থাকা নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

পরিবার চাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ বুঝিয়ে দেওয়া হবে।’

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চট্টগ্রাম মাদ্রাসা স্কলারশিপ’র বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন   অভিভাবকদের প্রতি মহানবী (সা.)-এর সতর্কবার্তা   শবে বরাতে যেভাবে ইবাদত করবেন   শবে বরাতেও ক্ষমা পাবে না যারা   বরিশালে জ্বালানি তেলবাহী জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৪   বিপিএল শিরোপা জয়ীদের শুভেচ্ছা জানালেন ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম   বিশৃঙ্খলায় পণ্ড ফরচুন বরিশালের শিরোপা উদযাপন, সাংবাদিকসহ আহত ১০   উপদেষ্টা হাসান আরিফ আর নেই   বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৩৮ কোটি টাকা অনুদান জাপানের   বরিশালে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে পুলিশের ত্রাণ বিতরণ   ইপিজেড থানা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত   দৈনিক বরিশাল২৪.কম-এর সম্পাদক শামীম আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি   বিশ্ব ডিম দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত   সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল