মিরসরাইয়ে যুবকের আত্মহত্যা
আকতার হোসেন (মিরসরাই) চট্টগ্রাম: মিরসরাইয়ে নেশার টাকা না পেয়ে এমরান হোসেন (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (১৮ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
এমরান হোসেন ভালুকিয়া গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে। সোমবার (১৯ আগষ্ট) সকালে জোরারগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, নিহত রবিউল মাদকাসক্ত ছিলো। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আলমগীর কবির জানান, গলায় ফাঁস দেয়া অবস্থায় এমরানের লাশ উদ্ধার করা হয়েছে।
সে মাদকাসক্ত ছিল, রোববার রাতে নেশা করার জন্য টাকা না পেয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।