মিরসরাইয়ে শোক দিবস উপলক্ষে গরীব শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
আকতার হোসেন, মিরসরাই, চট্টগ্রাম: মিরসরাইয়ের ঐতিহ্যবাহী ৫৯নং কাজিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় শোক দিবস পালন, মিলাদ মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোক দিবস উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা, গরীব শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ (২২ আগষ্ট) বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ের হল রুমে সম্পন্ন হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য ইউনুস রাসেদ এর সঞ্চালনায় এবং বিদ্যালয়ের সভাপতি মোস্তফা নুরুল আনোয়ার স্বপনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাইলুর নাহার।
উক্ত শোক দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭নং কাঁটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ূন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ৭নং কাঁটাছড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, প্রবাসী মিজানুর রহমান, যুবলীগ নেতা জিয়া উদ্দিন বাবলু, আরিফ হোসেন, মেহেদী হাসান, জামাল উদ্দিন, আরমান হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল আলম চৌধুরী। অনুষ্ঠানে সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।