মোটা নারীদের স্বামীরা সবচেয়ে সুখী: গবেষণা
অনলাইন নিউজ: শারীরিকভাবে মোটা কিংবা চিকন কাউকে হেয় প্রতিপন্ন করার কোনো রকম উদ্দেশে নয়, এই প্রতিবেদনে কেবল মেক্সিকোর এক বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণার ফলাফল তুলে ধরা হচ্ছে।
চিকন বা রোগা পাতলা মেয়েদের পুরুষরা বেশি পছন্দ করে বলে সচরাচর শোনা যায়।
তবে ওই গবেষণায় উঠে এসেছে, পাতলা মেয়েদের থেকে মেদযুক্ত নারীদের সঙ্গে বিয়ে হলেই নাকি পুরুষ হবে সবচেয়ে সুখী।গবেষণা অনুযায়ী, মোটা মেয়েরা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুবই পটু।
কারণ, তারা শরীরের চাকচিক্যের থেকে ইমোশনকে গুরুত্ব দেয় সবচেয়ে বেশি।
মোটা মেয়েরা স্বামীর প্রতি বেশি যত্নশীল হয়ে থাকে। মোটা মেয়েকে বিয়ে করলে মানসিক দিক থেকেও শক্ত থাকা যায়।
সুত্র:অনলাইন