মেয়র সাদিক আবদুল্লাহ’র তৎপরতায় সঠিক সময়ে কোরবানির বর্জ্য অপসারণ
অনলাইন নিউজ: বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর তৎপরতায় মাত্র ৬ ঘন্টার মধ্যে বরিশাল নগরীর কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বিসিসি কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু জানান, মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশনা অনুযায়ী বেলা ২ টা থেকে বরিশাল নগরীর ওয়ার্ডগুলো থেকে পরিচ্ছন্নতা কর্মীরা কোরবানির বর্জ্য নিতে শুরু করে। রাত ৮ টা নাগাদ কোরবানির বর্জ্য নেয়ার কাজ শেষ হয়েছে।
বিসিসির পরিচ্ছন্নতা কর্মকর্তা ডাঃ রবিউল ইসলাম বলেন, মেয়রের নির্দেশে আমরা যতো দ্রুত সম্ভব কোরবানির বর্জ্য নগর থেকে অপসারণ করেছি। নগরের ৩০ টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য ১৪২ টি স্থান নির্ধারণ করা হয়েছিলো।
তিনি বলেন, আমাদের ৩ শত পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, কোরবানির সময়ে আরো ৬ শত কর্মী যুক্ত করা হয়। যাদের দিয়ে একযোগে পরিচ্ছন্নতা কাজ কারানো হয় নগরীতে। বিগত সময়ের থেকে ময়লাবহনকারী যানবাহনের সংখ্যাও বাড়ানো হয়েছে এবার ।