ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ফাঁসির আগে আসিফের সেলফি!
বিনোদন নিউজ: জনপ্রিয় পপ-ধারার সঙ্গীত শিল্পী আসিফ আকবর। নিজের গানের শক্তি দিয়ে কোটি ভক্তের হৃদয়ে যায়গা করে নিয়েছেন। আসিফ শুক্রবার (১৯ জুলাই) রাতে তার ফেসবুকে লেখেন, ‘ফাঁসির আগে ম্যাজিস্ট্রেট সাহেবের অনুমতি সাপেক্ষে একটি সেলফি।’ সঙ্গে প্রকাশ করেন একটি ছবিও।
পোস্টটি সিরিয়াসলি না নিতেও অনুরোধ জানিয়েছেন সংগীতের যুবরাজ খ্যাত এই শিল্পী। কারণ এটি বাস্তব কোনো ঘটনা না, এটি তার নতুন মিউজিক ভিডিওর একটি দৃশ্য।
আসিফ জানান, গাজীপুরের কালিয়াকৈরের একটি শুটিং বাড়িতে গানটির দৃশ্যধারণ করা হচ্ছে। ‘আমার বিশ্বাস’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন ইথুন বাবু। সুর ও সংগীতে আছেন কিশোর। আর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করছেন ফেরারী ফরহাদ।
এদিকে ঈদকে সামনে রেখে একাধিক নতুন গান তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন আসিফ আকবর। কিছুদিন আগে, ‘তোর কথায় সন্ধ্যা নামে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ-জুলি। আহমেদ রিজভীর কথায় গানটির সুর-সংগীত করেছেন কিশোর দাস। আসিফ জানান, খুব শিগগিরই গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে।