যাত্রীদের অতিরিক্ত টাকা ফেরত দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
নিজস্ব প্রতিবেদক:ঈদ যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া না আদায় করার জন্য প্রশাসনের ব্যাপক প্রচার প্রচারনা থাকলেও মানছেনা পরিবহন কতৃপক্ষ। আজ (১৬ আগস্ট) শিমুলিয়া(মাওয়া) ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসগুলি দ্বৈবচয়ন ভিত্তিতে চেক করে এমন অভিযোগের সত্যতা পায় মোবাইল কোর্ট।
এসময় ডিএম পরিবহনের দুইটি বাসে ২০০ টাকা ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়। পরে তা সকল যাত্রীদের অতিঃরিক্ত ভাড়ার টাকা ফেরত প্রদান করা হয়। একই সাথে সুপারভাইজারকে অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন লৌহজং মুন্সীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ। এসময় তার সাথে প্রশাসনের আরো কর্মকর্তারা উপস্থিত ছিলেন।