যার যা আছে তা নিয়েই নেতাকর্মীরা দূর্গত মানুষের পাশে থাকবে: জাপা চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন বন্যার্তদের পাশে থাকবেন জাতীয় পার্টির প্রতিটি নেতা-কর্মী।
জাতীয় পার্টির কর্মীদের যার যা আছে তা নিয়েই বন্যার্ত মানুষদের পাশে দাঁড়াতে আহবান জানান তিনি।
তিনি বলেন আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর আদর্শের রাজনীতি করি। পল্লীবন্ধু আজীবন দূর্গত মানুষের সেবা করে গেছেন, আমরাও পল্লীবন্ধুর মতোই মানুষের সেবা করবো। দুঃস্থ মানুষের পাশে থাকবো।
আজ শনিবার সকাল সাড়ে ১০ টাকা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের বাদামেরচর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে তিনি এ কথা বলেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন নদী ভাঙ্গনের মত প্রাকৃতিক সমস্যায় কাছে মানুষ অসহায় ।