রংপুরে বন্যায় দূর্গতদের জন্য স্বেচ্ছায় কাজ করছে স্কাউটসের সদস্যরা
মো: আশিকুর রহমান,রংপুর থেকে: রংপুরে বন্যায় দূর্গতদের জন্য স্বেচ্ছায় কাজ করছে বাংলাদেশ স্কাউটসের সদস্যরা। দেশে বন্যাকবলিত হয়েছে অনেক অঞ্চল দূর্ভোগে পড়েছে বন্যায় কবলিত এলাকার জনগন।
রংপুরেও সেবার মুল মন্ত্রকে ধারন করে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ও রংপুর জেলা রোভার, সরকারি বেগম রোকেয়া কলেজ রোভার স্কাউট গ্রুপ, রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি রোভার গ্রুপের সহযোগিতায় বন্যায় দূর্গতের জন্য ত্রান সংগ্রহ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দূর্ভোগে জীবন যাপন করছে বন্যায় দূর্গত পরিবার সমূহ! প্রয়োজন শুকনা আর ভারী খাবারের। দেশের এই পরিস্থিতিতে সারাদেশে বাংলাদেশ স্কাউটসের নির্দেশক্রমে বন্যায় দূর্গতের আপদকালীন উদ্ধার কাজ, ত্রান সংগ্রহ ও বিতরনে আত্মনিবেদিত হয়ে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ স্কাউটসের সদস্যরা।
রংপুর জেলা রোভারের যুগ্ম সম্পাদক ও রোভার স্কাউট লিডার মহাদেব কুমার গুনের সার্বিক তত্ত্বাবধায়নে এ কর্মসূচিতে রোভার বোরহান হোসেন, রোভার তানভীর ইসলাম রোভার রেজওয়ান হোসেন, রোভার সুরঞ্জন দাস, রোভার হরিশংকর রায়, রোভার নূরনবী ইসলাম, রোভার রাব্বি হোসেন, রোভার আবু হাসনাত, গার্লইন রোভার জান্নাতুন নাঈম নিশি, গার্লইন রোভার কানিজ ফাতেমা, গার্লইন রোভার আশামনি, গার্লইন রোভার শরীফা খাতুন সহ ৩০জন রোভার স্কাউট ও গার্লইন রোভার স্কাউট সদস্যের একটি দল আত্মনিবেদিত হয় কাজ করে।
২১ জুলাই সোমবার বিকেলে ত্রান সংগ্রহ কার্যক্রম শেষে ২২ জুলাই জেলা প্রশাসক ও সভাপতি রংপুর জেলা রোভার এর অনুমতিক্রমে কাউনিয়া উপজেলার তিস্তা নদীর ঢুষ মারা চড়ে প্রায় দু-শত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন, চিড়া, গুড়, বিস্কুট, মোম, দিয়াশলাই, স্যালাইন তথা ১০ আইটিম নিয়ে গঠিত ত্রান সামগ্রী বিতরন করে রংপুর জেলা রোভার।
ত্রান বিতরণী এ কার্যক্রমে রংপুর জেলা রোভারের যুগ্ম সম্পাদক ও রোভার স্কাউট লিডার মহাদেব কুমার গুন, স্কাউটসের রংপুর জোনের সহকারি পরিচালক সুধির চন্দ্র বর্মন, জেলা রোভারের রোভার স্কাউটি লিডার প্রতিনিধি খালেদুল ইসলাম, রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল টেকনোলজির বিভাগীয় প্রধান, সাবেক বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি আশিকুর রহমান, স্থানীয় জন প্রতিনিধি ও রংপুরে জেলা রোভারের রোভার স্কাউট ও গার্লইন রোভার স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।