রঙিন আলোয় ছেয়ে গেছে পাহাড়
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাহাড়ঘেরা এলাকায় আয়োজিত হয়েছে চোখ ধাঁধানো রঙ বেরঙের আলোকসজ্জা প্রদর্শনী।
ফিল্ড অফ লাইট নামের এই প্রদর্শনীর রঙিন বাতিগুলোর বিদ্যুৎ সরবাহের উৎস সৌর শক্তি। বিশাল মাঠ জুড়ে আলোর সমারোহ দেখতে ভিড় করছেন দর্শণার্থীরা।বিস্তীর্ণ মাঠজুড়ে সাজানো রয়েছে শত শত বাতি। রঙিন আলোয় ছেয়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাহাড় ঘেঁসা ১৫ একর এলাকা। মনমুগ্ধকর এই আলোকসজ্জা প্রদর্শনীর নাম রাখা হয়েছে ফিল্ড অব লাইট।
অপরুপ সৌন্দর্য্যের এই আলোকসজ্জা প্রদর্শনীর আয়োজক ব্রিটিশ শিল্পী ব্রুস মুনরো। সৌর শক্তিকে কাজে লাগিয়ে প্রদর্শনীতে ব্যবহৃত বাতিগুলো জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে। মৃদু হাওয়ায় দোল খাচ্ছে রঙ বেরঙের হাজারো বাতি। প্রাকৃতিক সৌন্দর্য্যের মাঝে কৃত্রিম আলোর ছড়াছড়ি দেখতে প্রতিদিনই ছুটে আসছেন দর্শণার্থীরা।
এমন সুন্দর ও শান্তিময় পরিবেশ উপভোগ করতে সবারই। কল্পনায় যতটা ভাবা যায় তার চেয়েও বেশি সুন্দর এই প্রদর্শনী। রঙিন আলোয় প্রকৃতি ও প্রযুক্তির মেলবন্ধন ঘটেছে এখানে। সাড়া জাগানো এই প্রদর্শনীর মাধ্যমে ইট পাথরের জীবন থেকে কিছুক্ষণের জন্য হলেও অবকাশের সুযোগ মিলেছে ক্যালিফোর্নিয়াবাসীর।