রাজধানীতে ডিসি সম্মেলন শেষে বরিশালে ফিরলেন এস এম অজিয়ার রহমান
মনিরুল ইসলাম : রাজধানীতে অনুষ্টিত সপ্তাহব্যপি ডিসি সম্মেলন শেষে বরিশালে ফিরলেন জেলা প্রশাসক এস এম অজিয়ার রহমান ।
শনিবার (২০ জুলাই) ঢাকা থেকে বরিশালে ফিরেছেন।
এর আগে গত ১৩ জুলাই থেকে ১৯ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ৮ দিন জেলা প্রশাসক সম্মেলন সহ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ঢাকায় অবস্থান করেন জেলা প্রশাসক এস এম অজিয়ার রহমান।
এবারের জেলা প্রশাসক সম্মেলন, ২০১৯ এ তিনি বরিশাল জেলার সমস্যা ও সম্ভাবনার ১২১ টি বিষয় তুলে ধরেন।
জেলা প্রশাসক সম্মেলন চলাকালীন তিনিসহ সম্মেলনে অংশগ্রহণকারী সকল বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
রোববার (১৪ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী। পাঁচ দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাগত বক্তব্য রাখেন।
জেলা প্রশাসকদের পক্ষে টাঙ্গাইলের জেলা প্রশাসক শহিদুল ইসলাম ও শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধনকারী জেলা প্রশাসকদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসিদের ৩১ দফা নির্দেশনা প্রদান করেন।