রাজধানীতে ডেঙ্গু দমনে এবার প্যানেল মেয়র ডেইজি সারোয়ারের অভিযান
অনলাইন নিউজ: ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা নিধন এবং মশার প্রজনন দমন করতে মশক নিধন কার্যক্রম শুরু করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজি।
শুক্রবার ডিএনসিসির ৩১ নম্বর ওয়ার্ডের জুড়ে প্যানেল মেয়রের নেতৃত্বে মশক নিধনের কার্যক্রম পরিচালিত হয়।
এসময় কাজী নজরুল ইসলাম রোড, নূরজাহান রোড, রাজিয়া সুলতানা রোড, সলিমুল্লাহ রোড, শের শাহসূরি রোড, বাশবাড়ির একাংশ ওয়ার্ডের প্রতিটি রাস্তা, সুয়ারেজ ড্রেন, নির্মাধীন ভবন, দুই বাড়ির মাঝখানের প্যাসেজে মশক নিধন ঔষধ ছিটানো হয়।
প্যানেল মেয়র জানান, উত্তর সিটির নাগরিকদের ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগের হাত থেকে রক্ষা করতে তারা এই কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি বলেন, ‘আজ আমরা ৩১ নম্বর ওয়ার্ডের প্রতিটি রাস্তায় মশক নিধন কর্মসূচি করেছি। যেখানে মশা জন্মাতে পারে এমন সকল স্থানে আমরা মশক নিধনের ঔষধ দিয়েছি। আজ আমাদের পাঁচটি টিম একত্রিতভাবে কাজ করেছে।’
মশক নিধনের এই কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি উদ্যোগ নিয়েছি, সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে এভাবে অভিযান পরিচালনা করব।’
ডিএনসিসির কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনগনকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেন এই প্যানেল মেয়র।
এসময় উপস্থিত ছিলেন ৩১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ খালেক এবং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।